রূপকথার ছড়া
*************************
গোবিন্দ মোদক
*************************
আকাশ পথে মেঘের দেশে উড়ছে পক্ষীরাজ,
পক্ষীরাজের পিঠে আমি, আছে বিশেষ কাজ !
যেতে হবে সাত সমুদ্র তেরো নদীর পার,
সেইখানেতে আছে জেনো রাক্ষসী-রাণীর ঘর !
সেই ঘরেতে বাঁধা আছে দুঃখী রানীর সুখ,
ছিনিয়ে সেটা আনতে হবে, ভয়ে বুক ধুকপুক !
সাত সমুদ্র পার হতেই রাক্ষস সব জাগে,
দাঁত খিঁচিয়ে হাঁউ মাঁউ খাঁউ বলে ভীষণ রাগে !
মন্ত্রপূত তরবারীটা তক্ষুণি বের করি,
তারপরেতে বীরবিক্রমে সামনে সেটা ধরি !
একে একে কচুকাটা হলো সব রাক্ষস,
তখনও তাদের দলপতি করছে যে ফোঁসফোঁস !
*************************
গোবিন্দ মোদক
*************************
আকাশ পথে মেঘের দেশে উড়ছে পক্ষীরাজ,
পক্ষীরাজের পিঠে আমি, আছে বিশেষ কাজ !
যেতে হবে সাত সমুদ্র তেরো নদীর পার,
সেইখানেতে আছে জেনো রাক্ষসী-রাণীর ঘর !
সেই ঘরেতে বাঁধা আছে দুঃখী রানীর সুখ,
ছিনিয়ে সেটা আনতে হবে, ভয়ে বুক ধুকপুক !
সাত সমুদ্র পার হতেই রাক্ষস সব জাগে,
দাঁত খিঁচিয়ে হাঁউ মাঁউ খাঁউ বলে ভীষণ রাগে !
মন্ত্রপূত তরবারীটা তক্ষুণি বের করি,
তারপরেতে বীরবিক্রমে সামনে সেটা ধরি !
একে একে কচুকাটা হলো সব রাক্ষস,
তখনও তাদের দলপতি করছে যে ফোঁসফোঁস !
তালপাতার খড়্গ দিয়ে তাকেও করি বধ,
দুঃখী রাণীর সুখটা নিয়ে ধরি ফেরার পথ !
খবর পেয়ে রাক্ষসী-রাণী মাথা ঘুরে মরে,
রাজ্যবাসী সবাই তখন খুব আনন্দ করে !
দুঃখী রাণী ফিরে পেলো হারানো তার সুখ,
পক্ষীরাজ সাথী আমার, গর্বে ভরে বুক !!
দুঃখী রাণীর সুখটা নিয়ে ধরি ফেরার পথ !
খবর পেয়ে রাক্ষসী-রাণী মাথা ঘুরে মরে,
রাজ্যবাসী সবাই তখন খুব আনন্দ করে !
দুঃখী রাণী ফিরে পেলো হারানো তার সুখ,
পক্ষীরাজ সাথী আমার, গর্বে ভরে বুক !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন