আমরা নবীন
***********************
সাহানুকা হাসান শিখা
***********************
আম'রা হলাম আজ'কের শিশু,
বিশ্ব করবো জয়,
ন্যায়ের সাথে করতে আপোষ,
নেই তো কোন ভয়।
পড়'বো মোরা হবো জ্ঞানী,
শিক্ষা ভালোবেসে,
ভালো কাজ করবো মোরা,
বর্ণমালায় হেসে।
মাতৃক্রোড়ে থা'কবো মোরা,
শিখ'বো বাংলা ভাষা,
পড়বো গল্প,লিখবো ছড়া,
এটাই মনের আশা।
আম'রা হবো বাংলা মা'য়ের
দুষ্টু দা'মাল ছেলে,
ঘুর'বো মোরা চাঁ'দের দেশে,
উড়'বো ডানা মেলে।
বাবা মা'য়ের ম'নের আশা,
অনেক বড় হবো,
ন'তুন ন'তুন আবিস্কারে
আমরা মেতে রবো।
***********************
সাহানুকা হাসান শিখা
***********************
আম'রা হলাম আজ'কের শিশু,
বিশ্ব করবো জয়,
ন্যায়ের সাথে করতে আপোষ,
নেই তো কোন ভয়।
পড়'বো মোরা হবো জ্ঞানী,
শিক্ষা ভালোবেসে,
ভালো কাজ করবো মোরা,
বর্ণমালায় হেসে।
মাতৃক্রোড়ে থা'কবো মোরা,
শিখ'বো বাংলা ভাষা,
পড়বো গল্প,লিখবো ছড়া,
এটাই মনের আশা।
আম'রা হবো বাংলা মা'য়ের
দুষ্টু দা'মাল ছেলে,
ঘুর'বো মোরা চাঁ'দের দেশে,
উড়'বো ডানা মেলে।
বাবা মা'য়ের ম'নের আশা,
অনেক বড় হবো,
ন'তুন ন'তুন আবিস্কারে
আমরা মেতে রবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন