পান্তা
**************************
যাদব চৌধুরী
**************************
শাক দিয়ে মাছ রেঁধে ভাত খায় শান্তা
লঙ্কায় চটকিয়ে থালা ভরা পান্তা l
পেঁয়াজের কুচি সাথে বেগুনের ভর্তা
নিজে খায় আর খায় তার গৃহকর্তা l
রাত্রিতে জল ঢেলে রেখে দেয় শান্তা
সারারাত জলে ভিজে সেই ভাত পান্তা l
গরমের আগমনে এই তার খাদ্য
সামান্য খরচায় বুঝে নিজ সাধ্য l
স্বামী তার কাজ করে বাবুদের কলেতে
ভাত খেয়ে ছুটে যায় তার দলবলেতে l
সারাদিন কাজ করে তবু দেহ শান্ত
ভোরবেলা পান্তার ক্ষমতা অনন্ত l
শান্তার ছেলেমেয়ে পড়ে তারা কলেজে
বহু বহু বই পড়ে বেড়ে গেছে নলেজে l
এটা খায় সেটা খায় খায় তারা বাইরে
পান্তার নাম শুনে নাক সিঁটকায় রে l
আধুনিক খাবারের তারা খুব ভক্ত
ফাস্ট ফুড পছন্দ বড়ো অনুরক্ত l
রোগে ভোগে তবু তারা ছোঁয় নাকো পান্তা
ভেবে নেয় বই পড়ে তারা সবজান্তা l
পান্তার স্বাদে গুনে শান্তার শান্তি
দেহ মন শান্ত ও অনন্য কান্তি l
তবু ব্যথা বাজে বুকে সন্তান কারণে
অখাদ্য খায় তারা পান্তার বারণে l
**************************
যাদব চৌধুরী
**************************
শাক দিয়ে মাছ রেঁধে ভাত খায় শান্তা
লঙ্কায় চটকিয়ে থালা ভরা পান্তা l
পেঁয়াজের কুচি সাথে বেগুনের ভর্তা
নিজে খায় আর খায় তার গৃহকর্তা l
রাত্রিতে জল ঢেলে রেখে দেয় শান্তা
সারারাত জলে ভিজে সেই ভাত পান্তা l
গরমের আগমনে এই তার খাদ্য
সামান্য খরচায় বুঝে নিজ সাধ্য l
স্বামী তার কাজ করে বাবুদের কলেতে
ভাত খেয়ে ছুটে যায় তার দলবলেতে l
সারাদিন কাজ করে তবু দেহ শান্ত
ভোরবেলা পান্তার ক্ষমতা অনন্ত l
শান্তার ছেলেমেয়ে পড়ে তারা কলেজে
বহু বহু বই পড়ে বেড়ে গেছে নলেজে l
এটা খায় সেটা খায় খায় তারা বাইরে
পান্তার নাম শুনে নাক সিঁটকায় রে l
আধুনিক খাবারের তারা খুব ভক্ত
ফাস্ট ফুড পছন্দ বড়ো অনুরক্ত l
রোগে ভোগে তবু তারা ছোঁয় নাকো পান্তা
ভেবে নেয় বই পড়ে তারা সবজান্তা l
পান্তার স্বাদে গুনে শান্তার শান্তি
দেহ মন শান্ত ও অনন্য কান্তি l
তবু ব্যথা বাজে বুকে সন্তান কারণে
অখাদ্য খায় তারা পান্তার বারণে l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন