ছেলের নালিশ
*************************
চন্দন চক্রবর্তী
*************************
ভোর না হতে আমায় কেন ঘুম ভাঙিয়ে দেবে !
একটু দেরি করলে তুমি তখন একহাত নেবে !
ছুটির দিনে তোমায় দেখি ঘুমাও অনেকক্ষন !
আমার সেদিন পড়ার মাঝে থাকে নাতো মন !
সারাটা দিন তোমার আছে টিভি দেখার ঘটা ।
আমার খেলার সময় তুমি দাও না ছিটেফোঁটা ।
বইয়ের পড়ায় আমি তো মা রোজই ডুবে থাকি ।
একটু ভুল হলেই তুমি মারতে রাখ বাকি ।
তুমিতো মা মাঝে মাঝে কাজ বন্ধ করে,
জানলা দিয়ে কত কথা বল জোরে জোরে ।
অঙ্ক আমার আসে না মা পারি না ঠিক মত ।
তোমার বকায় লজ্জা পেয়ে করি মাথা নত ।
তোমার বেলা রান্নাতে মা ভুল অনেক হয় ।
বলতে গেলে তখন আমার মার খাবার ভয় !
ছোট বলে আমার বেলা সব কিছুতে দোষ ।
তোমার বেলা বললে তখন করবে তুমি ফোঁস !
ভাবতে গিয়ে এ সব কথা পড়ল হঠাৎ মনে,
বলে গেছেন যে কথাটা সকল গুনি জনে ।
খেলার সময় খেলতে হবে পড়ার সময় পড়া ।
সারাদিন যার পড়ায় কাটে সে হয় মনমরা ।
তাই বলছি আজ সকালে খেলতে যাব আমি ।
পড়ার মত খেলাও যে মা ভীষণ রকম দামি ।
*************************
চন্দন চক্রবর্তী
*************************
ভোর না হতে আমায় কেন ঘুম ভাঙিয়ে দেবে !
একটু দেরি করলে তুমি তখন একহাত নেবে !
ছুটির দিনে তোমায় দেখি ঘুমাও অনেকক্ষন !
আমার সেদিন পড়ার মাঝে থাকে নাতো মন !
সারাটা দিন তোমার আছে টিভি দেখার ঘটা ।
আমার খেলার সময় তুমি দাও না ছিটেফোঁটা ।
বইয়ের পড়ায় আমি তো মা রোজই ডুবে থাকি ।
একটু ভুল হলেই তুমি মারতে রাখ বাকি ।
তুমিতো মা মাঝে মাঝে কাজ বন্ধ করে,
জানলা দিয়ে কত কথা বল জোরে জোরে ।
অঙ্ক আমার আসে না মা পারি না ঠিক মত ।
তোমার বকায় লজ্জা পেয়ে করি মাথা নত ।
তোমার বেলা রান্নাতে মা ভুল অনেক হয় ।
বলতে গেলে তখন আমার মার খাবার ভয় !
ছোট বলে আমার বেলা সব কিছুতে দোষ ।
তোমার বেলা বললে তখন করবে তুমি ফোঁস !
ভাবতে গিয়ে এ সব কথা পড়ল হঠাৎ মনে,
বলে গেছেন যে কথাটা সকল গুনি জনে ।
খেলার সময় খেলতে হবে পড়ার সময় পড়া ।
সারাদিন যার পড়ায় কাটে সে হয় মনমরা ।
তাই বলছি আজ সকালে খেলতে যাব আমি ।
পড়ার মত খেলাও যে মা ভীষণ রকম দামি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন