অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

আমার গ্রাম


আমার গ্রাম
***************************
পরাগ ভট্টাচার্য্য
***************************



আমার বাড়ি একটি গ্রামে

খড়ের চাল, মাটির ঘর,

গাছগাছালি, পুকুর পাড়,

পাখির ডাক, খোলা প্রান্তর;

বৃষ্টির জল, মাতাল ঢেউ,

নদীর ভাঙ্গন, পাগলা ঝড়,

বন্যা হওয়া, ভাঙ্গা বাড়ি,

বছর বছর, হই যাযাবর,

নতুন করে জীবন শুরু,

দেয়ালগুলো আবার তোলা,

আগের মতন দিনগুলোতে

খুশির পেখম মেলে ধরা,

ভোরের বেলা ঘুমের ছুটি

মায়ের সাথে করি কাজ,

উঠান হয় পরিষ্কার,

নিজের কাজে নেই লাজ,

বাবা যায় মাঠের কাজে

সকাল বেলা চাট্টি খেয়ে,

একটু পরেই আমিও যে যাই

পড়ি আমি, তিনের ক্লাসে,

বন্ধ এখন, মহামারী

খুলছে নাকি শীগগিরই,

ভীষণ আবার মজা হবে,

নিশ্চয়ই দুপুরে খাবার দেবে,

হারিয়ে যাওয়া খুশি গুলো,

আবার কি আসবে ফিরে?

বাড়ির পাশেই, রাস্তাটা যায়

দূরের সবুজ জঙ্গলে,

সেখানে নাকি, হায়না আছে,

বাঘের দেখাও ,কদাপি মেলে,

আমার একটুও ভয় করে না,

বাবা বলে, ভয়ের বাসা মনে,

তাইতো আমরা তৈরি সদাই,

বিপদ কি বলে আসে, কানে কানে?

এমনি করে দিন কেটে যায়

গ্রামকে ভালবাসি,

নির্মল ও স্বচ্ছ রাখবো গ্রাম

এই অঙ্গীকার করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন