অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

কথায় কথায়

কথায় কথায়
****************************
তন্ময় ধর
****************************

তোর যে কথা স্বপ্ন এঁকে তারার চোখে ফুটল

দূর আকাশে দীপ হাতে ওই নীহারিকায় ছুটল

আঁধার-ঘরের দূরের আঁধার টুটল।

তোর কথা কোন গল্প হয়ে কান্নাহাসির রূপকথায়

মেঘ-আকাশে আঁকলো জীবন চুপকথায়

জলপরীদের চুপ চুপ চুপ টুপ-কথায়।

তোর কথা আনন্দ হয়ে গাইছে গান

ভোরের পাখির ডানায় ভিজে করছে স্নান

স্বপ্নতুলির আলতো চোখে দিচ্ছে টান।

তোর কথা ওই সাতসাগরে তুলছে ঢেউ

সে কথার ভেতর একটু ব্যথা বুঝছে কেউ 

স্বপ্ন-আলোয় অনেক দূরে মাখছে ঢেউ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন