ভালোবাসার জন্য
===================
বৈশাখী দে৺ড়ে
===================
সেদিন হঠাৎ দেখলাম
আকাশ থেকে দুটো বুনোহাঁস নেমে এল
একজনের আহত ডানা।
আর একজন প্রতিশ্রুতির কারণে দলছুট।
যে দুটো শালিক রোজ ঝগড়া করে
তারাও রোদ ফু্রালে
একসাথে নীড়ে ফেরে।
যে কচুপাতা জলকে রাখেনা তার বুকে
সেই পাতাটির সুখ রাখা আছে ওই জলের খামে।
জানো তো ডালপালা নিয়ে
জীর্ণ গাছ একা অপেক্ষায় থাকে
বসন্তের জন্য।
কৃষ্ণপক্ষের আকাশকেও ধ্রুবতারা
সমান ভালোবাসে
যেমন ভালোবাসে পূর্ণিমায়।
পথের বাঁকে যেদিন হঠাৎ করেই
আলো ক্ষীণ হয়ে আসবে।
হঠাৎ করেই রাত নামবে আমার আকাশে
সেদিন তুমি শুকতারা হয়ে থেকো।
===================
বৈশাখী দে৺ড়ে
===================
সেদিন হঠাৎ দেখলাম
আকাশ থেকে দুটো বুনোহাঁস নেমে এল
একজনের আহত ডানা।
আর একজন প্রতিশ্রুতির কারণে দলছুট।
যে দুটো শালিক রোজ ঝগড়া করে
তারাও রোদ ফু্রালে
একসাথে নীড়ে ফেরে।
যে কচুপাতা জলকে রাখেনা তার বুকে
সেই পাতাটির সুখ রাখা আছে ওই জলের খামে।
জানো তো ডালপালা নিয়ে
জীর্ণ গাছ একা অপেক্ষায় থাকে
বসন্তের জন্য।
কৃষ্ণপক্ষের আকাশকেও ধ্রুবতারা
সমান ভালোবাসে
যেমন ভালোবাসে পূর্ণিমায়।
পথের বাঁকে যেদিন হঠাৎ করেই
আলো ক্ষীণ হয়ে আসবে।
হঠাৎ করেই রাত নামবে আমার আকাশে
সেদিন তুমি শুকতারা হয়ে থেকো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন