অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় দালান

 


 


শিল্পের শহরে ভালোবাসা নেই
=====================
দালান জাহান
=====================


জলদাসের জলকষ্টে শ্বাস ভাঙে মাতা মহুরী
বিম্বিত সাহসে শহীদের মতো
পবিত্র হয় হেমন্ত বাতাস
চার রাস্তায় দাঁড়িয়ে অশ্রু ছাড়ে
মোড়ল বাড়ির বিধবা কুকুর
কালের গর্ভে ঢুকে সন্ধ্যার ধ্বনি
নিজের সামনে উলঙ্গ করে নিজেরই উচ্চারণ।
নীলের ঘনত্ব মুছে
সদ্য ভূমিষ্ট শিশুর কুয়াশা মাখা হাত
কান্নার অনুবাদে অঙ্কিত শিশির
মায়ায় পোড়ে- ছারখার মানুষেরা বলে
শিল্পের শহরে ভালোবাসা নেই
পলিথিনের মতো কবিতা ওড়ে।



প্রেমিক অথবা বিধাতার হাসি
=====================




সূর্যের চেয়ে মহান প্রতিপক্ষ

আমার দিকে হা-করে অভিশাপ ছাড়ে

আমি অহল্যার মতো দৌড়াতে থাকি

যতক্ষণে না জলে ডোব দেই

ততক্ষণে পোড়ে যায় বেগুনি আকাশ।



অক্সিজেনহীন পৃথিবীর সন্ধ্যায়

আমি একমাত্র দাহ্য পদার্থ

ফসফরাসের মতো জ্বলতে থাকি।



গঙ্গায় প্রতিধ্বনিত হয় প্রেমিক

অথবা বিধাতার হাসি।





নদীর কথা
=====================




আমি এমন একটি নদীকে চিনি

যে মূহুর্তেই তোমার চোখ লাল করে দেয়

যার জলের ছোঁয়ায়

তুমি হয়ে উঠো পরিপূর্ণ মানুষ ।



আমি এমন একটি নদীকে জানি

যে রোজ রাতে

আলমারি থেকে তোলে নেয়

তোমার সবকটা শাড়ি

জলের জৈবিক স্পর্শে

তুমি হয়ে উঠো কামোচ্চ ঢেউ।



আমি এমন একটি নদীর জন্য কাতর

যার শীতল বুকে মুখ ধুয়ে যায়

আমার অতীত এবং ভবিষ্যত বংশধর।



 
                         ইচ্ছে করলে-ই কাঁদা যায় না
=====================



কারন থাকলেও কাঁদা যায় না

উজাড় হয়ে কাঁদার জন্যও

একটা খোলা আকাশ লাগে

একলা ঘরে একলা মনের

এক পৃথিবী একা লাগে

ইচ্ছে করলে-ই যায় না কাঁদা

কাঁদার মতো কান্না লাগে।



যার ঘর ভেঙেছে বুক ভেঙেছে

ঘন কালো নদীর ঢেউয়ে

বুকের পাঁজর সেও ভেঙেছে

সেও হেসে যায় হাসির ছলে

গভীর রাতে কান্নারত

বৃক্ষ বধির মুখ দেখেছে

মরতে মরতে মরা মানুষ

জাগে শুধুই দুঃখ জাগে

ইচ্ছে করলে-ই যায় না কাঁদা

কাঁদার মতো জায়গা লাগে।



হায়রে পাখি দুঃখ পাখি

আর কতো আর কাঁদবে কতো

প্রতিদিন-ই কান্না জমে

মায়ের মতো মায়ের মতো ।






ভ্যালেন্টাইন
=====================




হৃদয়ের স্পিন বল ভেঙে পড়ার পর

সরে গেছে সমস্ত আবর্তন

এখন কোয়ান্টাম মেথড ভালো বুঝি

কিন্তু মানুষের মন বুঝি না।



আমার ভ্যালেন্টাইন মূলত

পৃথিবীর সব হেরিটেজ

সবুজ পাতা কুমারী লতা জিওগ্রাফিক চ্যানেল।



যেখানে হরিণ আর সিংহের

কেবল একবার শেষ দেখা হয়।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন