অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় তপন

 




জীবে প্রেম করে যেই জন...
=======================
তপন তরফদার
=======================



জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। ছোটবেলায় সুমিতা ওই জীবে মানে জিভের সেবা মনে করত। জিভের সেবা, অর্থাৎ খাওয়া দাওয়াই হচ্ছে মানুষের প্রধান সেবা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছে যাদের জীবন আছে তাদের জীব আছে, আর ওই সব সুমিতা জীবন কে বাঁচতে সাহায্য করাই হচ্ছে সেবা। সুমিতার মন খুবই নরম। অপরের কষ্ট দেখলে ওর মনটা ও দুখী হয়ে যায়। কেন হয় তা সুমিতা নিজেই জানেনা

টিভিতে সতর্ক বার্তা। সমুদ্রে মাছ ধরতে যাবেননা। যস এখন সমুদ্র উপকূলের থেকে দশ কিলোমিটার দুরে অবস্থান করছে। সবাইকে সতর্ক করা হচ্ছে। ঠাকুমা অবাক হয়ে সুমিতাকে বলে যশোদা, যে কৃষ্ণর মা। সুমিতা হেসে গড়িয়ে পরে ঠাকুমার গায়েই। যশোদা নয় ইয়াস। ঝড়ের নাম ইয়াস। ঠাকুমাকে বুঝিয়ে দেয় বিশ্ব আবহাওয়ার আঞ্চলিক কমিটির আটটি দেশ ঝড়ের নামকরণ করে রাখে।ওমান দেশ নাম রেখেছিল ইয়াসের। এর পরে আসবে, গুলাব, নাম দিয়ে রেখেছে পাকিস্তান।

আমফান ঝড়ের স্মৃতি টাটকা, গত বছর হয়েছে। বাৎসরিক বিভীষিকা হতে চলেছে এই ঝড়। সুমিতাদের বাড়ি দীঘা সৈকত থেকে অনেক দুরে হলেও ঝড়ের প্রভাব ওদের এলাকায় পড়ে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। যেমনটি ভাবা হয়েছিল তার থেকে ঝড়ের দাপট বাড়তে থাকে। হঠাৎ বৈঠকখানার পাশের সিঁড়ি ঘর থেকে আওয়াজ ভেসে উঠতেই সুমিতার বাবা, টর্চের আলোয় দেখেন একটা কুকুর কুঁকড়ে শুয়ে কুঁই কুঁই করছে। হলুদ রঙের মাঝখানে কালোর ডোরা। এক নজরে মনে হবে ছোটখাট বাঘ। ভবেশবাবু একটা লাঠি দিয়ে তাড়াবেনই। সুমিতা বলে, বাবা এই দুর্যোগে ও কোথায় যাবে। থাকুক এখানে আবহাওয়া ভালো হলে নিজেই চলে যাবে। ভবেশবাবু খুশি না হলেও মেয়ের কথা মেনে নিলেন।

সুমিতা বাড়ির লোকদের লুকিয়ে খাবার এনে বলে, বাঘা খেয়ে নে। বাঘা লেজ নাড়তে নাড়াতে সানন্দেই খেতে লাগল।

ছমাস হয়ে গেছে। ছন্দে ফিরেছে জনজীবন। সবে সন্ধ্যা হয়েছে ভবেশবাবুদের তাসের আড্ডা জমে উঠেছে। ঘেউ ঘেউ আওয়াজ তুলে বাঘা ভবেশবাবুর জুতোটা নিয়ে পালাতে থাকে। ভবেশবাবুর দলবল ওর পিছনে। বাঘা এসে থামলো খাল পাড়ের পোড়ো ইটভাটার ঘরে।

সুমিতার হাত-পা বাঁধা অঝোরে কাঁদছে। বাাঘা ইশারায় সুমিতাকে অভয় দিয়ে ঝাঁপিয়ে পড়লো গুণ্ডাদের উপর।সুমিতার কাছে এখন ঈশ্বর এই জীব।

 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন