তোমার আহবানে
=================
পাভেল আমান
=================
নিঃসংকোচে বসে আছি
তোমার সাদর আহবানে
অচিরেই ঝেড়ে ফেলেছি
মননের যাবতীয় দ্বান্দ্বিকতা
সহজ-সরল অকপটে
কিছুটা সোৎসাহে
ব্যক্ত করেছি অন্তঃস্থ ভালোবাসা
অবচেতনের অস্পষ্ট পর্দায়
ভাসমান তোমার উপস্থিতি
মুহূর্তের ভাবনার সিঞ্চনে
অনুভূত ভালোলাগার উচ্ছ্বাস
বিবিধ পরিসরের আঙিনায়
মেলে দিয়েছি জীবনের ব্যাপ্তি
নিরবধি খুঁজেছি তোমাকে
ব্যাকুলতার সিঁড়ি ডিঙিয়ে
এক পা দু পা হাঁটতে হাঁটতে
উন্মীলিত চক্ষে প্রাণ ভরে দেখেছি
তোমার অপরূপ সৌন্দর্য
বিভোর হয়ে আকাঙ্ক্ষিত
তোমার সাদর আহবানে।
=================
পাভেল আমান
=================
নিঃসংকোচে বসে আছি
তোমার সাদর আহবানে
অচিরেই ঝেড়ে ফেলেছি
মননের যাবতীয় দ্বান্দ্বিকতা
সহজ-সরল অকপটে
কিছুটা সোৎসাহে
ব্যক্ত করেছি অন্তঃস্থ ভালোবাসা
অবচেতনের অস্পষ্ট পর্দায়
ভাসমান তোমার উপস্থিতি
মুহূর্তের ভাবনার সিঞ্চনে
অনুভূত ভালোলাগার উচ্ছ্বাস
বিবিধ পরিসরের আঙিনায়
মেলে দিয়েছি জীবনের ব্যাপ্তি
নিরবধি খুঁজেছি তোমাকে
ব্যাকুলতার সিঁড়ি ডিঙিয়ে
এক পা দু পা হাঁটতে হাঁটতে
উন্মীলিত চক্ষে প্রাণ ভরে দেখেছি
তোমার অপরূপ সৌন্দর্য
বিভোর হয়ে আকাঙ্ক্ষিত
তোমার সাদর আহবানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন