অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় রানা

 





এইসব প্রেমিকেরা এইসব প্রেমিকারা
============================
রানা জামান
============================


বৃক্ষের বর্ষচক্র বৃদ্ধির সাথে ফলের সম্পর্ক সব লোকের জানা
ফলের বংশ বিস্তারে লিঙ্গ ভেদের রাশি বিরাশি চিক্কা
উড়ুক্কু মন নিটোল স্বপ্নে আসা প্রেমীর খোঁজে বিদ্ধ কুমারী বন গোপনে
আম আটির ভেঁপু বাজিয়ে বেলি ফুলের মালা গলায় দিতে প্রেমিকা খোঁজা
ধানের রং পাল্টানো চির খেলায় মূল্য ভাতের বাড়ে জানে বুভুক্ষু
সকল কিছু বুড়িয়ে যায় কেবল চির সবুজ থাকে মনের কাব্য
শিশির সিক্ত রজনীগন্ধা উড়ালপঙ্খি থাকে প্রণয় পাগল মনে
ছা-পোষা কর্ম কালের বিষ হজম করে বয়স দাগ রাখে কেবল
হৃদয় কোন জমিন না যে বিরান হয়ে যাবে সময় ছেড়ে গেলেই
কারণ যা-ই হোক সাথীর বিচ্ছেদে মন শীতনিদ্রায় থাকে সময় সাপেক্ষে শুধু
কৃষক জানে বীজের গাত্র ফুড়ে ভ্রুণের আগমনের মোক্ষম ক্ষণ
সেচের প্রয়োজনে পাহাড় কেটে দুধের নালা সৃজন মামুলি কাজ
গুলতেকিন বা আফতাব শুধু মনের ডাক বুঝে সাম্পান ছেড়েছে জলে
পৌঢ়ত্বে সঙ্গহীনতা কামড়ে খায় নিউরন সকাল রাত্রি দুপুর সন্ধ্যা
তো সুর উঠে বাজুক বাঁশি গ্রামার মেনে সংসার যুদ্ধে
এমন সব প্রেমিক আর প্রেমিকা গড়ে যাক মৌচাক উঠে উত্তুঙ্গে।

 


 

 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন