এই বসন্ত সেই বসন্ত না
====================
রীনা তালুকদার
====================
একদিন বসন্ত বেলায়
কুচকুচে কালো কোকিলের ডাক শুনে
ছুটে যেতাম ঘর থেকে বাগানে বাগানে
খুঁজে খুঁজে বেহাল মন
নারঙ্গী বনের সবুজ লতা যেনো
তখন বসন্ত ছিলো অন্যরকম দোলে
হৃদয়ের উচ্ছৃঙ্খল আগুন দোলা
পাগলা কোকিলের কুহু ডাকে
বেভুলা সব ঘরদোর মন বন-বাদাড়
এখন বসন্ত আসে মোবাইলে
ম্যাসেজে ম্যাসেজে বাসন্তী ছবি
ফুল পাখি নদীর ছবি কথা বলে
বসন্ত চারুকলায় হাট বসায়
মানুষ আর ফাগুনের বন্ধুদের
রাস্তায় রাস্তায় যুগলের বাসন্তী
পোশাক, ফুলের ব্যান্ড মাথায়
লাল লিপস্টিকে বসন্ত হাসে নিলাজ
মনে পড়ে ভীষণ, মন বলে ওঠে
এই বসন্ত সেই বসন্ত না।

দুয়ারে বসন্ত
====================
কারো জানার আগ্রহ থাক না থাক
দুর্বার বসন্ত মানে না কোনো ঝড় ঝঞ্ঝা
অপেক্ষা তার জানা নেই আসতে হবে আসবেই
মনে না থাক কারো যায় আসে না কিছু
প্রকৃতি আপন সুরে গেয়ে উঠবে বসন্ত গান
কোকিল কণ্ঠ জাগিয়ে দিবে ঘুমন্ত চেতনায়
ভাববো তুমি এসে দাঁড়িয়েছো অভিসারী চোখে
মোবাইল ম্যাসেজে বসন্ত এসেছে মনে
ভুলে ছিলাম অনায়াসে নৈমিত্তিক ভাবনায়
নিউটন বলের বিকর্ষণ প্রক্রিয়ায় হঠাৎই হেসে উঠলাম
হলুদ ফুলে বিস্তারিত বনভূমি
ফুটেছে জারুল শাখে যৌবন উচ্ছাসে
আজ বসন্ত অতিথি দিয়েছে হাঁক দুয়ারে
স্বাগত স্বাগত প্রিয় বসন্ত বাতাস।
====================
রীনা তালুকদার
====================
একদিন বসন্ত বেলায়
কুচকুচে কালো কোকিলের ডাক শুনে
ছুটে যেতাম ঘর থেকে বাগানে বাগানে
খুঁজে খুঁজে বেহাল মন
নারঙ্গী বনের সবুজ লতা যেনো
তখন বসন্ত ছিলো অন্যরকম দোলে
হৃদয়ের উচ্ছৃঙ্খল আগুন দোলা
পাগলা কোকিলের কুহু ডাকে
বেভুলা সব ঘরদোর মন বন-বাদাড়
এখন বসন্ত আসে মোবাইলে
ম্যাসেজে ম্যাসেজে বাসন্তী ছবি
ফুল পাখি নদীর ছবি কথা বলে
বসন্ত চারুকলায় হাট বসায়
মানুষ আর ফাগুনের বন্ধুদের
রাস্তায় রাস্তায় যুগলের বাসন্তী
পোশাক, ফুলের ব্যান্ড মাথায়
লাল লিপস্টিকে বসন্ত হাসে নিলাজ
মনে পড়ে ভীষণ, মন বলে ওঠে
এই বসন্ত সেই বসন্ত না।
দুয়ারে বসন্ত
====================
কারো জানার আগ্রহ থাক না থাক
দুর্বার বসন্ত মানে না কোনো ঝড় ঝঞ্ঝা
অপেক্ষা তার জানা নেই আসতে হবে আসবেই
মনে না থাক কারো যায় আসে না কিছু
প্রকৃতি আপন সুরে গেয়ে উঠবে বসন্ত গান
কোকিল কণ্ঠ জাগিয়ে দিবে ঘুমন্ত চেতনায়
ভাববো তুমি এসে দাঁড়িয়েছো অভিসারী চোখে
মোবাইল ম্যাসেজে বসন্ত এসেছে মনে
ভুলে ছিলাম অনায়াসে নৈমিত্তিক ভাবনায়
নিউটন বলের বিকর্ষণ প্রক্রিয়ায় হঠাৎই হেসে উঠলাম
হলুদ ফুলে বিস্তারিত বনভূমি
ফুটেছে জারুল শাখে যৌবন উচ্ছাসে
আজ বসন্ত অতিথি দিয়েছে হাঁক দুয়ারে
স্বাগত স্বাগত প্রিয় বসন্ত বাতাস।
এমন ফাগুন দিনে চলে যাচ্ছি
====================
এমন ফাগুন দিনে চলে যাচ্ছি
প্রিয় জন্মভূমি শ্যামল প্রকৃতির সবুজের ঘ্রাণ
ওই আলপথ, নাঙা পা শিশিরের জড়ানো আদর রেখে
বাবুই, শালিকের দেশ থেকে
বর্ষার আগেই কারিগর বাবুইর সেই বুনিয়াদি দিন
আহা আমাদের এমন ঘর বোনা স্বপ্নাতীত
বলেছিলে মুক্তি মিলবে; মিলেনি
স্বাধীন তবুও ঘরবন্ধী বাতাসে রুদ্ধশ্বাস
বাতাসে বাতাসে শরীর থেকে শরীর ছুঁয়ে যাওয়া
শুধুই খুনসুটি, শুধুই খুনসুটির কথপোকথন ;
খুনসুটিতেই অস্থির আগুন -
জ্বলে ওঠে বাগান বাড়ি জুড়ে
চারিদিকে শিমুলের নিলাজ উদ্যতপনা
পুড়ছে ষার্ট ছোঁয়া শাড়ীর ভাঁজ
বাহুর ভাঁজে লুকানো অবাধ্য শিহরণ
এন্ড্রয়েডের ম্যাসেঞ্জার কথা বলে ওঠে একাকী সময়ে
একটা দ্বিধান্বিত ঘূর্নির ঝাপটা-
পাজরের নারঙ্গী রোদ নেভানোর প্রচেষ্টায় ...
তবুও অদম্য মন মানেনা কোনো বেরিকেট
ও মুখের কথা শুনতে উন্মুখ ইন্দ্রিয়
আহা চারিদিকে এত এত শিমুলের লাল গালিচা
আমরা কেবল অদেখা দুই মেরুর শূন্যতা
ভাল থেকো বন্ধু আমার ; খুব ভাল থেকো ...
একদিন দেখা হবে বুকের সাথে বুক মিলিয়ে
যত না দেখার দুঃখ, যত অতৃপ্তির হাঁসফাঁস
চোখ জুড়ানো দেখা মিটিয়ে নেব একদিন
বেশ করে কার্তিকের তৃপ্তির চুমুতে -
আশরীর অবগাহন করে নেব দুজনে
সেই অপেক্ষায় আজীবন ...
খোলা জানালার ধারের পথটা আগলে আছি ....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন