অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় শীতল

 

 



বৃষ্টি ফাগুন
================
শীতল চট্টোপাধ্যায়
================

শ্রাবণেও -ফাগুনেতে মন জ্বলে
বৃষ্টিতে বসন্ত উজ্জ্বলে ,
বর্ষাতে-ফাগুনের যারা ,পারে
লাগেনা কোকিল ডাক প্রেম তারে ৷
শ্রাবণ রাঙেনি -রঙ খেলা দোলে
বৃষ্টি রাঙায় তবু কথা ব'লে ,
নেই নানা মাঝেতেও দু'টি মনে
বৃষ্টি ফাগুন ছোঁয় প্রতিক্ষণে ৷






পাশে
================

শীতল চট্টোপাধ্যায়

খেলতে-খেলতে খেলার মনটা দূরে
দেখতে-দেখতে দেখার দু'চোখ সুরে ,
পড়তে-পড়তে হারায় পড়া ভুলে
জুড়তে -জুড়তে স্বপ্ন আসে কূলে ৷

বলতে-বলতে অন্য কথা বলে
চলতে-চলতে নতুন পথে চলে ,
ভাবতে-ভাবতে নতুন ভাবনা আসে
আসতে- আসতে ফাগুন এল পাশে ৷






অনতি দূরেই
================


ক'টা জীবনের প্রতিরূপে
কোকিলের সুর অর্থবহ ,যাদের সাথে
পলাশের রঙ কথার লেনদেন , যাদের জন্য
জ্যোৎস্নার পালঙ্ক সাজানো ৷
পাড়ে বসে ,রাধা- কৃষ্ণে ভাসমানেরা
পা ভেজায় নদী জলে ,
মন নদীতে স্রোত বওয়ায় জল নদী ,
অনতি দূরেই -
কোকিল -পলাশের দেশ না চেনার মানুষগুলো
বাঁধ দিচ্ছিল নদীতে ৷



 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন