ইন্দ্রাণী সরকার
=================
রাতভোর
=================
রাতভোর তোমায় অবাক হয়ে দেখি
ভাবনার স্বরলিপি তোমার ঠোঁট ছুঁয়ে যায়
রঙিন স্বপ্ন আঁকা হয় প্রজাপতির পাখায়
মন্ত্রমুগ্ধের মত আমি হাত বাড়িয়ে দিই
তুমি হাতের পাতায় রাখো একরাশ ফুল
ফোটা ফুলের গন্ধে চারিদিক সুরভিত হয়
চোখের ওপর একগুচ্ছ চুল এসে পড়ে
তুমি চুল সরিয়ে আমায় কাছে টেনে নাও
হাতের ফুল একরাশ ভালোবাসা হয়ে যায় ।
=================
রাতভোর
=================
রাতভোর তোমায় অবাক হয়ে দেখি
ভাবনার স্বরলিপি তোমার ঠোঁট ছুঁয়ে যায়
রঙিন স্বপ্ন আঁকা হয় প্রজাপতির পাখায়
মন্ত্রমুগ্ধের মত আমি হাত বাড়িয়ে দিই
তুমি হাতের পাতায় রাখো একরাশ ফুল
ফোটা ফুলের গন্ধে চারিদিক সুরভিত হয়
চোখের ওপর একগুচ্ছ চুল এসে পড়ে
তুমি চুল সরিয়ে আমায় কাছে টেনে নাও
হাতের ফুল একরাশ ভালোবাসা হয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন