সীমানায়
==================
অজিত কুমার জানা
==================
ভালবাসার শরীরে যুদ্ধ ছেড়ে দাও,
কেঁপে উঠুক ভালবাসার ব্রহ্মাণ্ড।
স্থলভাগ তার মানচিত্র নিয়ে,
আত্মাহূতি দিক ভালবাসার শরীর।
বায়ুমন্ডলে ঝরুক ভালবাসার অক্সিজেন,
জলভাগ ভালবাসার ঢেউ তুলুক।
অনন্ত হৃদয় পিঞ্জরে,
ভালবাসার পাখি উড়ুক-
তোমার আমার পৃথিবীর সীমানায়।
ভালবাসার বাড়ি
=================
অজিত কুমার জানা
=================
জলের তিনটি রূপ আছে,
তার কোন মূল্য নেই,
তবুও সে অমূল্য।
আমরা তাকে নোংরা করি,
আসল রূপ সাদা।
রাগ করলে উড়ে যায়,
অনুরাগে বৃষ্টি নামে।
পাগল হলে ভাসায় ঘরবাড়ি,
শীতল হলে জমিয়ে বসে।
তোমার আমার জমিতে-
বানায় ভালবাসার বাড়ি।
ভালবাসার জ্বালা
==================
অজিত কুমার জানা
==================
একটি ফোঁটা পড়লে গায়ে-
সেকি ভীষণ জ্বর !
ঘরবাড়ি সব অজানা,
বাজ পড়ে কড়কড়।
টি,ভি, ফ্রীজ সব পুড়ে,
তার জ্বলে যায়,
ঘুমের বাড়ি ধসে পড়ে,
ভালবাসা এমনি জ্বালায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন