ভালবাসা পথভোলা
=========================
স্বপন গায়েন
=========================
শীতের রোদে মৌতাত নেয় পরিযায়ী দল
ঝিলের জলে মেতে ওঠে তারা জলকেলিতে
শীত অবসানে ফিরে যাবে দূর পরবাসে!
মনের খেয়ালে খুশিতে মাতে পরিযায়ী
ঠিকানা তারা খুঁজে নেবে আবার কোন শীত রাজ্যে
শিশু পরিযায়ীও যাবে উড়ে দূর দিগন্তে ...
বাতাসের কানে কানে হয় গোপন কথা
ফিরে যাবার আগাম খবর পেয়ে যাবে তারা
বসন্ত বাতাসের গন্ধ পেলেই যাবে উড়ে পরিযায়ী!
পথেই জীবন পথেই মৃত্যু পথই ঠিকানা
অজানার খোঁজে দেয় পাড়ি সাত সমুদ্র
খুঁজে নেয় তারা কোন এক শীত দেশের ঠিকানা।
ভালবেসে ঘর বাঁধা হয় না কখনও
দূর নীলিমায় ভেসে চলে লক্ষ মাইল দূর
পরিযায়ীদের ভালবাসা যেন ভালবাসা পথভোলা!
=========================
স্বপন গায়েন
=========================
শীতের রোদে মৌতাত নেয় পরিযায়ী দল
ঝিলের জলে মেতে ওঠে তারা জলকেলিতে
শীত অবসানে ফিরে যাবে দূর পরবাসে!
মনের খেয়ালে খুশিতে মাতে পরিযায়ী
ঠিকানা তারা খুঁজে নেবে আবার কোন শীত রাজ্যে
শিশু পরিযায়ীও যাবে উড়ে দূর দিগন্তে ...
বাতাসের কানে কানে হয় গোপন কথা
ফিরে যাবার আগাম খবর পেয়ে যাবে তারা
বসন্ত বাতাসের গন্ধ পেলেই যাবে উড়ে পরিযায়ী!
পথেই জীবন পথেই মৃত্যু পথই ঠিকানা
অজানার খোঁজে দেয় পাড়ি সাত সমুদ্র
খুঁজে নেয় তারা কোন এক শীত দেশের ঠিকানা।
ভালবেসে ঘর বাঁধা হয় না কখনও
দূর নীলিমায় ভেসে চলে লক্ষ মাইল দূর
পরিযায়ীদের ভালবাসা যেন ভালবাসা পথভোলা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন