অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় রীতা

 


প্রেম ও বিরহ
=====================
একগুচ্ছ প্রেমের কবিতা
=====================
রীতা রায়
=====================


উথালপাথাল


তোমার কাছে শুধু একটা দ্বীপ চেয়েছিলাম..
সমুদ্রের বুকে খুব ছোট্ট একটা দ্বীপ ..
যেখানে তোমার আমার কথা পরস্পরে ধাক্কা খেয়ে আছড়ে পড়বে সমুদ্রের জলে
তরঙ্গের অনুরণন ঘিরে ফেলবে তোমাকে আমাকে।
ছোট্টদ্বীপ.. তার ছোট্ট আকাশ ..
আর আমাদের ছোট্ট কুটিরখানা.. ভালবাসার জোনাক জ্বলবে নিরন্তর..

তোমার আমার দুজনেরই সমুদ্র ছিল প্রিয়!

আমি চেয়েছি কিনারে বসে
ঢেউয়ের তালে দেব পায়ের তাল..
সমুদ্রপাখির আর্তস্বরে মিলাবো গলা,
শূন্য আকাশে নতুন স্বরের উচ্চারণে..
নতুন কথার মোড়ক হবে উন্মোচন !কুহক-কথা স্বপ্ন￰-কথার বুনন হবে গাঁথা |

তোমার ছিল সমুদ্র জয়ের নেশা..
জয়ের আনন্দে সমুদ্রতরঙ্গে হারিয়ে গেলে তুমি..
ফেরার পথ তোমার মনে নেই!



অভিমানী সংলাপ

অভিমানী সংলাপে একে একে গেঁথে চলি
অমিমাংসিত যত কথার বুনন..
সূত্রহীন নাটকীয় যন্ত্রনায় কুঁড়ে খায়
হৃদয়ের প্রকোষ্ঠ,
বিমর্ষ মন কেন জানি অকস্মাৎ
প্রতিবাদ করে ওঠে!



তৃষ্ণা

হৃদয় জল চাইছে ..
জলেরও তো রকমভেদ আছে ..
তৃষিত মরুর বুকে কয়েক ফোঁটা শিশিরের ঘ্রানে
বেঁচে থাকা ক্যাকটাস জানে সমব্যথী আভাস !
আবার অগাধ জলোচ্ছাসের গভীরতায় অজস্র জীবাশ্মর বুকে ফোটে ভালবাসার আশ্বাস !



ভালোবাসা

ভালোবাসা, সে তো মনের আড়ালে
মন, সে তো চাওয়া-না চাওয়ার আড়ালে চাওয়া, সে তো খোঁজের আড়ালে..
খুঁজলে কি মেলে ভালো মনের ঠিকানা?

জীবনযুদ্ধে ক্লান্ত অনুভূতিগুলো
আস্তানা খোঁজে সকল চাহিদার উর্দ্ধে
বাস্তবতাবিহীন কাল্পনিক জগতে..
ধ্যানমগ্নতায় লীন দুটি মন।
সৃষ্ট নতুন মনন..
তারপর, আবার পথচলার শুরু..



  তুমি

এ আকাশে ঝড়ের নাম তুমি দিলাম ..
সম্ভাষণে দুহাত আমি বাড়িয়ে দিলাম ..
আঁচলখানি উড়িয়ে যখন সামনে দাঁড়াও
ভালোবাসার উচাটন এ মন ভোলাও
তখন তোমার দেউল ঘিরে মেঘ গুরগুর ধামসা তালে খেউর তুলে বুক দুরদুর
নাচের আসর জমিয়ে দিয়ে মেহুলবনে দুলিয়ে কোমর সারেঙ কলি গাইছি মনে
সন্ধ্যারবি ম্লান আলোতে মুচকি হাসে
বলছে সবাই তোমায় বড় ভালোবাসে !



ভালোবাসি বোলো..


জোর বাতাসের ঝাপ্টা মুছিয়ে দিল ভুল চুলগুলোকে করলো কেমন এলোমেলো এলোথেলো মনে তখনো অবিশ্বাসের ঢেউ কেউ এসে জাপ্টে ধরো যেন ভেঙে না পড়ি।
তরী যখন কুল ছেড়েছে তখন ভয় করিনা,
কড়ি না থাক তবু কেউ তো আছে কাছে পাছে অগাধ জলে ডুবে খায় যদি বিষম! ভীষণ ঝড়ে ভালোবাসি বোলো, কেমন!



কথা রাখো যদি,

কথা রাখো যদি ফিরে আসবো একদিন, কথা রাখো যদি ভালোবাসবো সেদিনও.. দূরপাল্লার মাঝিদের সাথে পথ হারানোর গল্প শোনাবো আলোর জোনাক জ্বেলে, স্বপ্নবুড়ির মাদুরে মাথা রেখে তারা গুনবো আর রাতকলিরা ফিসফিসিয়ে যা বলেছে তারও আধখান ভাগ তোমায় দেব।



সুখ ছুঁয়ে যায়..

আমার কী যেন হারিয়ে গেছে
হারিয়ে যায় প্রতিদিন কত কী!
সব হারানোটুকু নিয়েই আমার আগামী, তবু, সুখ ছুঁয়ে যায় তোমার মতো এসে পড়ন্ত বিকেলে শুকনো ধানশীষে!



পূর্ণতা

যখন এক গোলার্ধ আর এক
গোলার্ধের সাথে চুম্বিত হয়
তখনই পূর্ণ পৃথিবী ..পূর্ণতা পায় সৃষ্টি,
উন্মত্ত আবর্তমান সুপ্ত আশে,
নিয়মের বাহুপাশে ..
চেনা-অচেনা মহাকাশে,
মহামিলনের শুভদৃষ্টি।


  স্বপ্ন

তোকে নিয়ে আমি কোনো স্বপ্ন দেখিনি
তোর স্বপ্নেই নিজেকে খুঁজেছি..
বিগত জীবনের কিছু কিছু কথা
মিশেছিলো তোর স্বপ্ন ঘিরে ..
রাতদিন খুনসুটি, পরিকল্পনা, জিজ্ঞাসা
সবই মনে মনে,
হতাশার বাতাসে আধছটাক নুন মিশিয়ে
গরম গরম পরিবেশন..
মন্দ হতোনা যদি না তোর আকাঙ্ক্ষাগুলো
হঠাৎ দিক পরিবর্তন করতো ?
প্রচন্ড আলোর ঝলকানিতে দুচোখ পুড়ে
এখন আদ্যিকালের প্রতিবেশী..
ধ্বংসাবশেষে শুধু মান্ধাত্বাগামী স্বপ্নের ভিড় !

আশার কিরণ

আজ ঝড়ের অভিসারে নীলাম্বরী সাজে,
কে তুমি ধ্বংসাবশেষ থেকে উঠে আসা
জন্ম-জন্মান্তর ভেদে কস্তুরী সুগন্ধে মাতিয়ে
সমগ্র শতাব্দীর ইতিহাস লিখে চলেছো ?
তোমার স্পর্শ দিয়েই অনুভব করতে চাই নতুন এক আশার কিরণ !



প্রত্যাশা

প্রত্যাশায় ঘুম ভাঙে
আড়মোড়া দিয়ে জেগে ওঠে সকাল
আচ্ছাদিত কল্পনার প্রলেপ মেখে
আর একটা নতুন দিনের পথ চলা শুরু ..
সংস্কারে প্রাণিত খেয়াল, দেয়ালে সাজিয়ে
উচ্ছ্বাস কুড়োতে বের হই মুঠোভরা রোদ্দুরে
আমার স্বপ্নেরা তখন মৃদু মৃদু দোল খায়..



তুমি

আমারও একটা তুমি চাই..
সবারই যেমন একটা তুমি থাকে।
আমি তো জানিনা তুমিটা কে?
তোমার নাম নাকী ভালোবাসা!
তোমার অস্তিত্ব শুধু কল্পনামাত্র
বিস্তৃত জলচেতনায় অনাদৃত
বুভুক্ষ মরণপ্রায় যাত্রীর মতো!
তবুও সবারই তোমাকে চাই..
তোমার আগুনজ্বালা চোখে
ঝাঁপ দেবার লক্ষ্যে !



ভালোবাসা চিরন্তন


"সুখের ভাগ দাওনি কখনো
দুঃখেও রাখোনি সাথে ..
ছিলাম শুধু তোমার একাকীত্বে,
সেখান থেকেও বিতাড়িত জানি..
তবু, নিঃস্বতা আঁকড়ে থাকে
থেমে যাওয়া পেণ্ডুলামে !
ভালোটুকু বাসি হয়ে গুমরে মরে
অন্তরের ঘুপচি ঘরে!"


ভাঙা মন

আমাদের আর দেখা হয়নিতো
তবুও মনের কোনে ঘর বেঁধে
রয়ে গেছো এতটা সময়..

কোন ছলনায় ভুলেছে পাগল
কোন আছিলায় ভেঙেছো মন
আত্মভোলা সুখ দুদিনের নয়।
 

 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন