অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় তমালী

 

 

ভালোবাসার আলো
==================
তমালী বন্দ্যোপাধ্যায়
==================



বসন্ত এসেছে,যেমন আসে প্রতিবার।

চারিদিকে দ্রোহকাল।

রক্তে রাঙানো পলাশের লাল রঙ।

মনে বসন্তের ছোঁয়াতো লাগেনা আজ।

বাতাসে আজ সন্দেহের বিষ।

মানবিকতার ধর্মে লেগেছে আগুন।

চারিদিকে আজ বারুদের পোড়া গন্ধ।

পুড়ে খাঁক হয়েছে মানুষের যত মন।

কোকিলের মিঠে ডাক পাই'না শুনতে!

কানে ভেসে আসে শুধু বিষ ভরা কিছু শব্দের ফিসফাস।



তাও মন খোঁজে ভালোবাসা।

মন চায় ভালোবাসার সফেন সমুদ্র ঢেউ... যা ভাসিয়ে দেবে মানুষের মন।

বিষাদজনিত অন্ধকারে জ্বলবে ভালোবাসার আলো।

আর সেই আলোতে মানুষ উদাসীনতা আর উপেক্ষাকে ভুলে 

ভালোবাসায় জুড়ে দেবে এক হৃদয়ের সাথে অন্য হৃদয়কে।

ঝড়-বৃষ্টির সেই কালো রাত পেরিয়ে পৃথিবী হাসবে সেই নতুন আলোতে।।




 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন