অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় তপন কান্তি

  

 



জলাঞ্জলি 
=================
তপনকান্তি মুখার্জি
=================



গঙ্গায় ভাসে প্ল্যাস্টিকে মোড়া শতশত লাশ । প্রতিটা লাশের প্যাকেটে হিঁচড়ে টেনে নিয়ে আসার মাটি ঘষটানো দাগ । জলাঞ্জলি দিতে দিতে এগিয়ে চলেছে তারা দেহে দেহ ঠেকিয়ে । কেউ জানি না তারা কারা , সংখ্যায় ঠিক কতোজন । শুধু জানি তারা কোভিডে মৃত । কে ভাসাল তাদের ? উত্তর নেই । কোথায় চলেছে তারা ? জানা নেই । কেউ কি চেনা ? হতে পারে । হয়তো কোনদিন দেখা হয়েছিল এজন্মে কিংবা পূর্বজন্মে , কিংবা হয়তো নয় । তবু এতো ক্ষোভ ? আসলে নিরস্ত্র হয়েও জলাঞ্জলির যোদ্ধাদের তুণীরে এখনও অর্জুন - গান্ডিব ।

 



1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন