ঝড়ের রাতে
=============
মিলি দাস
=============
হাই রে কবি,দেখ তুই
পাড় ভেঙেছে
নিত্য বেদন গরীব ঘরে
কে দেখেছে?
মেঘের ঐ কান্না ভাঙা
বৃষ্টিবাদল
জলেতে ভাসছে যে আজ
মায়ের আঁচল
নদীতে জলের বাঁধন
ছাপিয়ে গেছে,
শিশুদের শূন্য থালা
কে দেখেছে?
কবি রে,শুনছো ওরা
নিত্য কাঁদে
মাঝি রে পাল তুলে নে
গভীর ফাঁদে।
আকাশের চঞ্চলতা
হৃদয় ঘিরে,
ঘর আজ ভস্মীভূত
কান্না সুরে।
ক্ষনেকে ঝড়ের রাতে
উড়ছে বাড়ি,
কিশোরী আলগা গায়ে
কোথায় শাড়ি?
কবি কি লিখেছো তুমি
পদ্য নাকি?
দখিণের মানুষগুলো
কোথায় রাখি?
শিশুটি ন্যাংটো হয়ে
খাবার যাঁচে
খিদেতে পেটের জ্বালা
ত্রাণে বাঁচে।
কবি কি ভাবছো তুমি
ঝড়ের রাতে
ওরা আজ ভাত খাবে যে
তোমার সাথে।
=============
মিলি দাস
=============
হাই রে কবি,দেখ তুই
পাড় ভেঙেছে
নিত্য বেদন গরীব ঘরে
কে দেখেছে?
মেঘের ঐ কান্না ভাঙা
বৃষ্টিবাদল
জলেতে ভাসছে যে আজ
মায়ের আঁচল
নদীতে জলের বাঁধন
ছাপিয়ে গেছে,
শিশুদের শূন্য থালা
কে দেখেছে?
কবি রে,শুনছো ওরা
নিত্য কাঁদে
মাঝি রে পাল তুলে নে
গভীর ফাঁদে।
আকাশের চঞ্চলতা
হৃদয় ঘিরে,
ঘর আজ ভস্মীভূত
কান্না সুরে।
ক্ষনেকে ঝড়ের রাতে
উড়ছে বাড়ি,
কিশোরী আলগা গায়ে
কোথায় শাড়ি?
কবি কি লিখেছো তুমি
পদ্য নাকি?
দখিণের মানুষগুলো
কোথায় রাখি?
শিশুটি ন্যাংটো হয়ে
খাবার যাঁচে
খিদেতে পেটের জ্বালা
ত্রাণে বাঁচে।
কবি কি ভাবছো তুমি
ঝড়ের রাতে
ওরা আজ ভাত খাবে যে
তোমার সাথে।
খুব সুন্দর হয়েছে
উত্তরমুছুনআপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন