নিজস্ব চবুতরা
===============
শীলা বিশ্বাস
===============
দুঃস্বপ্নের হাত ডুবিয়ে চেটে নিচ্ছ দৈনন্দিন ধারাপাত
স্পর্শ প্রেম ঘৃণাও
বিছিয়ে রেখেছ হৃদপিণ্ড ইথার ও ইঙ্গিতে
উপুর করেছে রেত
শব্দ কুড়ানি এক মাশুকার ছেঁড়া পৃষ্ঠায়
# #
আলোর ছায়াগুলি খেলা করে জলের ভিতর
সেই আলো ঠেলে ঠেলে যতদূর পৌঁছে যাও
ততদূর কবিতা বাড়িয়ে দিই
মুঠো করে তুলে নাও স্বেদ রক্ত জীবন
যাবতীয় অস্তিত্ব আর উষ্ণ অভ্যর্থনা
# # #
অগোচরে রেখে দিয়েছ স্মৃতির দোয়াত
চুবিয়ে পালক তোমাকেই লিখি
নিজেকে মুচড়ে মদিরায় ভেসে যাই
স্মৃতিভ্রংশ অসুখ আমার
ঘরে ফেরা অচিরেই ফুরিয়ে যায় জলেই
===============
শীলা বিশ্বাস
===============
দুঃস্বপ্নের হাত ডুবিয়ে চেটে নিচ্ছ দৈনন্দিন ধারাপাত
স্পর্শ প্রেম ঘৃণাও
বিছিয়ে রেখেছ হৃদপিণ্ড ইথার ও ইঙ্গিতে
উপুর করেছে রেত
শব্দ কুড়ানি এক মাশুকার ছেঁড়া পৃষ্ঠায়
# #
আলোর ছায়াগুলি খেলা করে জলের ভিতর
সেই আলো ঠেলে ঠেলে যতদূর পৌঁছে যাও
ততদূর কবিতা বাড়িয়ে দিই
মুঠো করে তুলে নাও স্বেদ রক্ত জীবন
যাবতীয় অস্তিত্ব আর উষ্ণ অভ্যর্থনা
# # #
অগোচরে রেখে দিয়েছ স্মৃতির দোয়াত
চুবিয়ে পালক তোমাকেই লিখি
নিজেকে মুচড়ে মদিরায় ভেসে যাই
স্মৃতিভ্রংশ অসুখ আমার
ঘরে ফেরা অচিরেই ফুরিয়ে যায় জলেই
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ । আমারও খুব ভালো লাগল এই পত্রিকায় লিখতে পেরে।
উত্তরমুছুন