জল জন্মের কথা
================
শ্রাবণী সিংহ
================
হিমবাহ হল পৃথিবীর শিরস্ত্রাণ!
ভাঙে সবই একদিন
মান-অভিমান,
হিংসা ও লবণের মত ক্ষয়
নদী ভাঙতে ভাঙতে কংসাবতীর ক্ষয়
ক্ষয়িষ্ণু সব
জলের তলায় গিয়েই ভাঙে সব...
মরুর বালুর ফল্গু ধ্যান
জলযাত্রায় ভেসে ভেসে
জলের তলায় ঘর হবে
একদিন আমাদেরও
দেখে নিও
সমস্ত গ্ল্যাসিয়ার একসাথে ভেঙে গেলে
বিচিত্র সংসার গড়ে তুলব দুজনায়
বেলে-সরপুঁটিদের গ্রামে।
ভাঙে সবই একদিন
মান-অভিমান,
হিংসা ও লবণের মত ক্ষয়
নদী ভাঙতে ভাঙতে কংসাবতীর ক্ষয়
ক্ষয়িষ্ণু সব
জলের তলায় গিয়েই ভাঙে সব...
মরুর বালুর ফল্গু ধ্যান
জলযাত্রায় ভেসে ভেসে
জলের তলায় ঘর হবে
একদিন আমাদেরও
দেখে নিও
সমস্ত গ্ল্যাসিয়ার একসাথে ভেঙে গেলে
বিচিত্র সংসার গড়ে তুলব দুজনায়
বেলে-সরপুঁটিদের গ্রামে।
অসাধারণ লিখেছেন প্রিয় কবি
উত্তরমুছুনঅনেক মুগ্ধতা ও শুভেচ্ছা রইলো
সতত শুভেচ্ছা,ধন্যবাদ কবি।
মুছুনসতত শুভেচ্ছা,ধন্যবাদ কবি।
উত্তরমুছুন