দুচোখের জলধারা
===================
তমালী বন্দ্যোপাধ্যায়
===================
যদিও কখনো আসেনা ফিরে
দূরে চলে গেছে যাঁরা।
মনের আকাশে জমে আছে মেঘ
দু'চোখের জলধারা।
নীরব কান্না, অভিমান ছুঁয়ে
দুয়ারে রয়েছে দাঁড়ায়ে।
আলোছায়া মাখা পথ,
এগিয়েছে পায়ে পায়ে।
চুপকথা দিয়ে সাজানো সময়,
ঝরে পড়া সুখধারা।
মনের মাঝেতে রয়েছে লুকিয়ে,
হারিয়ে যায়নি তাঁরা।
ব্যথার প্রলেপ হয়ে রয়েগেছে,
কেটেছে আঁধার কালো।
অন্ধমনে জাগিয়েছে সুর,
ভালোবাসা মাখা আলো।
যখন আজ দেখি... স্বার্থের মাঝে
বিচারের বাণী কাঁদে।
যখন আজ দেখি... মানুষ মরেছে
মানুষেরই পাতা ফাঁদে।
আজও কান পেতে শুনি,
তারা বলে গেলো... ভালোবাসো,ভালোবাসো।
"অন্তর হ'তে বিদ্বেষ বিষ নাশো।"
আজও শুনি সেই বিদ্রোহী প্রাণ,
গেয়ে ওঠে ওই... সাম্যের গান।
"মানুষের চেয়ে বড় কিছু নাই...
নহে কিছু মহীয়ান। "
স্বার্থ, ঘৃণা, ধর্ম, জাতের খেলায়
মানুষের যত ভুল।
ক্ষমা কোরো সব অধম জনেরে,
রবীন্দ্র-নজরুল।।
===================
তমালী বন্দ্যোপাধ্যায়
===================
যদিও কখনো আসেনা ফিরে
দূরে চলে গেছে যাঁরা।
মনের আকাশে জমে আছে মেঘ
দু'চোখের জলধারা।
নীরব কান্না, অভিমান ছুঁয়ে
দুয়ারে রয়েছে দাঁড়ায়ে।
আলোছায়া মাখা পথ,
এগিয়েছে পায়ে পায়ে।
চুপকথা দিয়ে সাজানো সময়,
ঝরে পড়া সুখধারা।
মনের মাঝেতে রয়েছে লুকিয়ে,
হারিয়ে যায়নি তাঁরা।
ব্যথার প্রলেপ হয়ে রয়েগেছে,
কেটেছে আঁধার কালো।
অন্ধমনে জাগিয়েছে সুর,
ভালোবাসা মাখা আলো।
যখন আজ দেখি... স্বার্থের মাঝে
বিচারের বাণী কাঁদে।
যখন আজ দেখি... মানুষ মরেছে
মানুষেরই পাতা ফাঁদে।
আজও কান পেতে শুনি,
তারা বলে গেলো... ভালোবাসো,ভালোবাসো।
"অন্তর হ'তে বিদ্বেষ বিষ নাশো।"
আজও শুনি সেই বিদ্রোহী প্রাণ,
গেয়ে ওঠে ওই... সাম্যের গান।
"মানুষের চেয়ে বড় কিছু নাই...
নহে কিছু মহীয়ান। "
স্বার্থ, ঘৃণা, ধর্ম, জাতের খেলায়
মানুষের যত ভুল।
ক্ষমা কোরো সব অধম জনেরে,
রবীন্দ্র-নজরুল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন