বিষ বাষ্প
==================
পাভেল আমান
==================
বিষ বাষ্পে জর্জরিত
মনুষ্যত্বের সুস্থ বাতাবরণ
সযত্নে গড়া ভারসাম্যের সংসার
অস্তিত্বহীনতায় আক্রান্ত
রাজনীতির কুটকাচালিতে
নির্লজ্জ ক্ষমতা দখলের অভীষ্ঠে
মানুষ যেন বোধবুদ্ধির বিনাশে
অতন্দ্র চেতনায় আচ্ছন্ন
চিরায়ত সম্প্রীতির বাঁধন ডোর
প্রতিমুহূর্তে বড় নাজুক
ধর্মের নামে অধর্মের ঢক্কা নিনাদে
গজে উঠছে আনাচে-কানাচে
অগণিত বিষ বৃক্ষ
অপলকে ভেঙ্গে খান খান
আজন্ম লালিত পরধর্ম সহিষ্ণুতা
কর্তৃত্বের মসনদ করায়ত্তে
সম্প্রীতির ইমারত গুঁড়িয়ে দিয়ে
সৃষ্টি বিভাজন বৈষম্যের কুটির
শুধু একটি হাতিয়ার
ধর্ম আবেগের নিকৃষ্ট রাজনীতি।
==================
পাভেল আমান
==================
বিষ বাষ্পে জর্জরিত
মনুষ্যত্বের সুস্থ বাতাবরণ
সযত্নে গড়া ভারসাম্যের সংসার
অস্তিত্বহীনতায় আক্রান্ত
রাজনীতির কুটকাচালিতে
নির্লজ্জ ক্ষমতা দখলের অভীষ্ঠে
মানুষ যেন বোধবুদ্ধির বিনাশে
অতন্দ্র চেতনায় আচ্ছন্ন
চিরায়ত সম্প্রীতির বাঁধন ডোর
প্রতিমুহূর্তে বড় নাজুক
ধর্মের নামে অধর্মের ঢক্কা নিনাদে
গজে উঠছে আনাচে-কানাচে
অগণিত বিষ বৃক্ষ
অপলকে ভেঙ্গে খান খান
আজন্ম লালিত পরধর্ম সহিষ্ণুতা
কর্তৃত্বের মসনদ করায়ত্তে
সম্প্রীতির ইমারত গুঁড়িয়ে দিয়ে
সৃষ্টি বিভাজন বৈষম্যের কুটির
শুধু একটি হাতিয়ার
ধর্ম আবেগের নিকৃষ্ট রাজনীতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন