নৌকাযাত্রা
===============
ইন্দ্রাণী সরকার
===============
নদীবক্ষে নৌকা বওয়ার শব্দ ছলাৎ ছলাৎ
গলুইয়ের ভিতর দুটি প্রাণ স্বামী ও স্ত্রী
নতুনা বিবাহের পর জামাইয়ের
সস্ত্রীক শ্বশুরবাড়ি যাত্রা ।
জলের ওপর শাপলা, শালুক ও
পদ্ম পাতা ফুটে রয়েছে ।
মৌমাছিদের গুনগুনানি, জলের
তলায় ছোট ছোট মাছ, প্রজাপতিদের
পাখায় রং বেরঙের আঁকিবুঁকি,
দূফরে মাঠে রাখালের বাঁশির সুর ।
ধীরে ধীরে নৌকাটি আপন পথে
মাঝির ভাটিয়ালি গানের সুরে
সুর মিলিয়ে ক্রমশঃ মিলিয়ে যায় ।
===============
ইন্দ্রাণী সরকার
===============
নদীবক্ষে নৌকা বওয়ার শব্দ ছলাৎ ছলাৎ
গলুইয়ের ভিতর দুটি প্রাণ স্বামী ও স্ত্রী
নতুনা বিবাহের পর জামাইয়ের
সস্ত্রীক শ্বশুরবাড়ি যাত্রা ।
জলের ওপর শাপলা, শালুক ও
পদ্ম পাতা ফুটে রয়েছে ।
মৌমাছিদের গুনগুনানি, জলের
তলায় ছোট ছোট মাছ, প্রজাপতিদের
পাখায় রং বেরঙের আঁকিবুঁকি,
দূফরে মাঠে রাখালের বাঁশির সুর ।
ধীরে ধীরে নৌকাটি আপন পথে
মাঝির ভাটিয়ালি গানের সুরে
সুর মিলিয়ে ক্রমশঃ মিলিয়ে যায় ।
খেয়াজাহাজে সাগর পাড়ি
========================
যাত্রীবাহী জাহাজ জল
কেটে কেটে এগিয়ে চলে
সমুদ্রবক্ষের উপর দিয়ে ।
ধবধবে সাদা তার রং
নীল নীল কাচের জানালা
পর্যবেক্ষণের জায়গা রেলিং দিয়ে ঘেরা
জাহাজের তিন দিক
সামনের দিকে ড্রাইভার এর কেবিন
অপূর্ব ফেনিল জলরাশি সরে সরে যায়
তারই মাঝ দিয়ে বয়ে চলে সমুদ্রপাখি
মাঝে মাঝে তিমি, ডলফিন, সী গাল
জলের উপর ভেসে ভেসে উঠে ।
একধারে পাইনের রাশি অথবা পাথরের টিলা
ক্রমশ: দূরে সরে যায় একেবারে দৃষ্টির বাইরে ।
যাত্রীদের হৈ হৈ খাওয়া দাওয়া শেষ হতে হতে
গন্তব্যস্থল এসে যায়, সমুদ্রের বিস্তার সংক্ষেপ হয়
সমুদ্র সৈকতে জাহাজ এসে থামে, অপূর্ব জলযাত্রা
শেষ করার পর তার স্মৃতি মনে গেঁথে থাকে ।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন