অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় জয়তী

 

 



মাঝেমাঝে জেগে উঠি
===================
জয়তী
===================

দেশের তিনতলায় দাঁড়িয়ে ঝুঁকছি -

কোমর পর্যন্ত ডুবে তিন কোটি অধিবাসী



আমি জানি যেকোনো মূহুর্তে গলে যেতে পারি ম্যানহোলে-

কেউ নেই, ঠিক যারা যারা তাকিয়ে ছিলো গলা তুলে এতক্ষণ

পৃথিবীর প্রথমেও যে ইতিহাস-ডুবন্ত জাহাজে

ভূগোলের বেলচা কেটে মৃতের পলিমৃত্তিকা, উর্বর নীল

উপত্যকা..



হাজার বছর ধরে হেঁটে এসেছি চুপচাপ ;

লক্ষ কোটি জীবে -লোহিতে প্রোটোজোয়াতে নিউক্লিয়াসে-

অজস্র অণুবিষ শিরায় শিরায় বীজের শিকড় বেয়ে -



সবাই রাতজাগা পাহারাদার ,

দিনকানা প্যাঁচার মতো আততায়ী -

ঢিল ঠিক টিক খুঁজে পেলে;

নমুনা প্রমাণে প্যাথলজি জুড়ে পজিটিভ এইচ.আই. ভি



ধুলো- জল বিষ, হৃদয় হাইব্রিড -

রোজ ধর্ষিত চোখ প্রতিদিনের আবহবিকারে -

হাওয়া বয় সবেগে - উত্তরে উত্তর, দক্ষিণে বামে-

আমাদের কান নাড়া মাছি গোণে-

ইশারা সোজাসুজি হলে, ধোলাই করি সময় যৌথ উদ্যোগে -

ঘুমাই, মাঝেমাঝে জেগে উঠি - এভাবেই স্বভাবে।

 


 

 

 


 

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন