তাণ্ডব্ প্রতিকৃতি
====================
অঙ্কন গুচ্ছাইত
====================
ঠকানো ছবি হয়েছে আজ জলছবি,
তোমার কাহিনী লিখছে সহস্র কবি ।
“প্রকৃতি,” জানে সকলে তুমি খুব দামি;
বর্বর লোকেদের হতে দেখিনি নমি ।
চোখে-তে আমার ভাসছে সেবক লাশ,
ওই পরিবারের করেছো তুমি নাশ্ ।
পাপিদের গ্রাসে ভালো মানুষের হয় না বাস,
প্রশস্ত হৃদয় কি তোমার হয়ে যায় খাস্ !
গত আনফানে অসংখ্য উজাড়িত লোকে,
খাওয়ার দিতে পিছে হাঁটতে দেখিনি তাকে ।
আজও তাই ভর্তি গাড়ি খাওয়ারের প্যাকে,
কোথায় ভাসিয়ে নিয়েই গেছো গাড়ি-সুদ্ধ তাকে ।
আশায় বসেছিল যারা ঠিকানা হারা,
সময়ে ভরেনি পেট না খেয়ে তাঁরা ।
বালুচরে অবহেলে শুয়েই আছে মৃত বেবি,
বাবা-মায়ের খোঁজ পায়নি অচেনা ছিল কবি ।
পর পর থাপ্পড়ে শুধরাতে মানুষ গণ চাইছে,
শান্ত- শান্ত হও সবার হয়ে কবি ক্ষমা চাইছে ।
রূপের আঘাতে দিয়েছো কতটা ব্যথিত মাত্রা,
মেতে ছিলে অভিনয়ে নমুনা ছিল জলযাত্রা ।
====================
অঙ্কন গুচ্ছাইত
====================
ঠকানো ছবি হয়েছে আজ জলছবি,
তোমার কাহিনী লিখছে সহস্র কবি ।
“প্রকৃতি,” জানে সকলে তুমি খুব দামি;
বর্বর লোকেদের হতে দেখিনি নমি ।
চোখে-তে আমার ভাসছে সেবক লাশ,
ওই পরিবারের করেছো তুমি নাশ্ ।
পাপিদের গ্রাসে ভালো মানুষের হয় না বাস,
প্রশস্ত হৃদয় কি তোমার হয়ে যায় খাস্ !
গত আনফানে অসংখ্য উজাড়িত লোকে,
খাওয়ার দিতে পিছে হাঁটতে দেখিনি তাকে ।
আজও তাই ভর্তি গাড়ি খাওয়ারের প্যাকে,
কোথায় ভাসিয়ে নিয়েই গেছো গাড়ি-সুদ্ধ তাকে ।
আশায় বসেছিল যারা ঠিকানা হারা,
সময়ে ভরেনি পেট না খেয়ে তাঁরা ।
বালুচরে অবহেলে শুয়েই আছে মৃত বেবি,
বাবা-মায়ের খোঁজ পায়নি অচেনা ছিল কবি ।
পর পর থাপ্পড়ে শুধরাতে মানুষ গণ চাইছে,
শান্ত- শান্ত হও সবার হয়ে কবি ক্ষমা চাইছে ।
রূপের আঘাতে দিয়েছো কতটা ব্যথিত মাত্রা,
মেতে ছিলে অভিনয়ে নমুনা ছিল জলযাত্রা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন