অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় তপাশ্রী

  

  

অনবদ্য একমাত্র
=====================
তপাশ্রী (তপা ব্যানার্জী)
=====================


পৃথিবীর আদি সৃষ্টিতেও ছিল মূলত জল আর জলজ প্রাণী ।
তা থেকে ধীরে ধীরে এই বিরাট জনসংখ্যার সৃষ্টি কত নানা শ্রেণী ।
স্থলভাগের উদ্দেশ্যে ভাষ্কো-ডা-গা-মার দূরপথে পাড়ি জলপথ ছিল তাঁর সঙ্গী।
ক্রমে ভারতবর্ষের সুরাটের সাথে বিদেশ বিভুঁয়ে কত না বাণিজ্যে ফন্দী ।
জলের আর এক নাম জীবন ,তাই জলই মোদের বাঁচন-মরণ যুগসন্ধি।
সেই জলসম্পদ রক্ষার্থে মানুষের নেই হেলদোল, কোন তৎপরতা অভিসন্ধি ।
অবহেলা-অনাদরে আমরা সবাই কলুষিত করি এই মূল্যবান সম্পদ ।
পূর্বে একদিন জলপথই ছিল মানুষের গন্তর্ব্যের একমাত্র ভরসার মসনদ।
সেকালে জলপথেই চলতো পণ্য ব্যবসা কত রথি-মহারথির বাণিজ্য ব্যাপারী ।
পুরাণে চাঁদসদাগর সপ্তডিঙা ভাসিয়ে জলপথে পাঁড়ি বাণিজ্যে সওয়ারী ।
মৃত লখিন্দরের প্রাণ বাঁচাতে জলপথে বেহুলার স্বর্গযাত্রা ছিল ভেলায় পাঁড়ি ।
জলে ভেসে লালন ফকির ছন্দে সুরে বেঁধেছেন
কত না গানের সারি ।
জমিদারী বিলাসিতা সেকালে ছিল পালকি ও নৌকাবিহার একমাত্র ভরসা ।
রবীঠাকুরের সুন্দর কাব্য ও গীতি লিখন আছে এমন কত ভ্রমণের সাক্ষ্য সহসা ।
রাসমণির শোভাবাজার থেকে দক্ষিণেশ্বর যাত্রা গঙ্গাপথে সুসজ্জিত বজরা সঙ্গী ।
মানব জীবনের বড় অবলম্বন জল তাই প্রকৃতির রোষানলে দেখায় নানান ভঙ্গী ।
জল যেমন প্রাণ বাঁচায় নতুন প্রাণের সঞ্চার ঘটায় তাতে নেই কোন অবকাশ ।
প্রকৃতির কখনও রণমূর্তি ধরে বিদ্ধস্ত্র করে কেড়ে নেয় মানব সভ্যতার বিকাশ ।
আধুনিকতার মোড়কে ধর্ম-বর্ণ-সংকৃর্ণ রাজনীতি
তে জলাঞ্জলি হয় মনুষ্যত্ব।
কখনও আমাদের নাগরিক জীবন রাজনৈতিক জলকেলীতে হয় মত্ত ।
সর্বহারা জনগোষ্ঠীর স্তম্ভিত হয় অভীষ্ট পূরণ আর উন্নতির যত আকাঙ্ক্ষা ।
এই সুযোগে ফন্দি আঁটে কিছু রাজনীতিবান নিজ ফায়দা তোলার আশঙ্কা ।
আজ শিক্ষিত মানব জাতির নির্বুদ্ধিতায় কলুষিত জলসম্পদ সংক্রামিত ।
বোধ নাই-"যে পাতে খাদ্য খাই সেই পাতেই থুকি" আছে মানুষ অলংকৃত।।

 



1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন