চারকোনা ভেজা রোদ্দুরে,,
===================
জয়তী
===================
দ্রৌপদী তোমার ভেতরে শুষ্ক অসমতল মানচিত্র ছাড়া কিছুই পাইনি দেখতে -
ঠিক গান্ধারী যেমন গিরিখাতের ভেতরে চিরদিন ঊর্ধ্বে তাকিয়ে কাটিয়ে দিলো গতি..
এ পৃথিবীতে একটাই টেবিল, বহু থেকে কেটে নেওয়া রুটির টুকরো কোলাজ,
কখনো আংশিক তারামাছ, কখনো চাঁদের একাংশ বলয়, গুড়ো গুড়ো পেষাই জ্যামিতিক আকার-
লালার বিশেষ গুণ, সমৃদ্ধ হতে হতে আটকে রাখে আশ্চর্য মিউজিয়াম,
প্রতিটি সভ্যতা কি মমির মতো আটকে রাখতে পারে কাচের বাক্স!
দেখো মন্দা এসময়, কোন এক মহামারি সবাইকে পাঠিয়ে দিয়েছে হীরক রাজার দেশে -
ঘুম ঘুম ঢুলু ঢুলু..... কে বাজাবে বাঁশি! দড়ি গেছে ছিঁড়ে, মোটা মাস্তুলে ঝিমোয় নিদারুণ ব্যস্ততম সময়..
একটু নামডাক হলেই হিরোইনদের নামে পুজোয় ছাপে শাড়ি,
ওদের গায়ে বিশেষ হলুদ, কলাবউ, হাতি, ফুল পাতা..
দ্রৌপদী তোমার ভেতরে, শুকনো নদী, ভেজা সমভূমি, এবড়োখেবড়ো মালভূমি,অরণ্য আর পাহাড়..
জেগে জেগে দুই চোখে বহু অন্ধকার জমিয়ে গান্ধারী দূর থেকে দূরগামী -
কি দেখো অমন করে! চারিপাশ কেমন খোলা হাওয়া..
মনকেমন করলে দূরের বাড়ি কাছের জানলায় এসে পড়ে,
এসময় গোপন অভিসার, এসময় নিষিদ্ধ প্রেম -ভালোবাসা মৌমাছি মৌতাতে...
জটলাহীন শহরে কৌণিক ছবিতে সরাসরি আটকে পড়ে -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন