অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে দীপঙ্কর


কামনা
=============
দীপঙ্কর সরকার
=============



কৌমার্য ঘিরে সংশয় বড় আধিক্যময়

রেখায় রেখায় ফুটে ওঠে যৌন উত্তাপ ।

শরীরের প্রতি ভাঁজে খেলে যায় বিদ্যুৎ

ঝলক ।



শিহরিত হয় অজানা শঙ্কায় , গেল গেল

রব যেন ঘোরে ফেরে হাওয়ায় হাওয়ায় ।

কেবা কারা বদনাম রটায় ধূর্ত ফেরেববাজ

কৌমার্য খুইয়ে মেয়েটির এখন বয়ঃসন্ধিকাল ।



দুচোখে স্বপ্ন তার রঙিন হৃদয় আবেগে ভাসার

এই তো সময় , কৌতূহলে মন তার তীব্র উচাটন

কাউকে পরোয়া নেই , যাকে খুশি দিয়ে যাবে

গচ্ছিত অনাঘ্রাত পুষ্প নিচয় ।



সৌরভ ছড়াবে দিগন্ত ব্যাপি আসমুদ্র হিমাচল

কৌমার্য ঘিরে যতই সংশয় থাক লাবণ্য সুধায়

যেন ভরে ওঠে প্রাণ ।


  

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন