চাঁদের হাসি আর তারার মালা
====================
ইন্দ্রাণী সরকার
====================
মধ্যরাতে প্রিয়র চিবুক ছুঁয়ে দেখি
তাকে শুশ্রূষা দিই
তারার মালা গলায় জড়িয়ে দিই
তখন সে হেসে ওঠে
তার হাসির স্পর্শে আকাশের তারারা
সকালের কুমুদ হয়ে ফোটে
রজনীগন্ধার সব শুভ্রতা গায়ে মেখে
তাকে ঠিক মনে হয় একটা সাদা পরী ।
ঝর্ণার মত তার একরাশ হাসি
চাঁদের আলো হয়ে দিগন্তে ছড়িয়ে পড়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন