অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লক ডাউনে স্বপন

 



লকডাউন
===============
স্বপন গায়েন
===============



হারিয়ে গেছে সুখের রোদ এখন সবাই বন্দী
'করোনা' থেকে সতর্ক থাকুন এঁটোনা কোনো ফন্দি।



আত্মীয় পরিজন সবাই আপন রোগটা নয় বন্ধু
দূরে থাকুন সাবধান হোন হৃদয় কোরো না সিন্ধু।



সারা বিশ্ব আতঙ্ক ভয়ে যেন এক মহামারী
সর্দি কাশি জ্বর হলেই যেও হাসপাতালে তাড়াতাড়ি।



হাত মুখ ধোবেন সাবান দিয়ে বাঁচবো সবাই মুখ তুলে
ছোঁয়াছুঁয়িতে থাকবো দূরে রোগটাকে মোরা যাব ভুলে।



ভয় আতঙ্ক জয় করে 'করোনা'কে মোরা করবো বিদায়
ঈশ্বর তুমি থেকো পাশে আশিষ তোমার করবো আদায়!



লক ডাউনের নিয়ম মেনে রাখবো দেশের মান
মৃত্যু মিছিল রোধ হবেই দেবো না কোনো জান।



অশনি সংকেত দেখার আগেই চালিয়ে যাব লড়াই
'করোনা' ভাইরাস আজ মড়ক করবো না কোনো বড়াই।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন