অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে তপনকান্তি

 

 

শোকগাথা
==============
তপনকান্তি মুখার্জি
==============



কতো দিন কতো রাত

তুমি জান ফুটপাত ,

জল নেই ছায়া নেই

ফুটো কানাকড়ি নেই ,

হাঁটছি তো হাঁটছি

বাড়িতে যে ফিরছি ।

কাজ নেই আছে হাত

খিদে আছে নেই ভাত ,

নেই কোনো গাড়িঘোড়া

পরিযায়ী শ্রমিকেরা ,

হাঁটছি তো দিনরাত

কটা বাজে ফুটপাত ?

মরে গেল কত শত

ভুখা পেট পায়ে ক্ষত ,

আর কতদূর বাড়ি

প্রাণটা কি যাবে ছাড়ি ,

ট্রেন - নীচে হব নাকি লাশ ?

ভাগ্যের একী পরিহাস !

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন