অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে বিকাশ

  

 

আলো শব্দের হৃদয়ে
===================
বিকাশ চন্দ
===================

 

কাল গুনে বিষ নীল ছুঁয়ে গেছে পৃথিবী ময় কাল মায়া

পথে পথে পরিযায়ী মানুষের ঢল দেখে আঁতকে ওঠে মেঘ,

গ্লানিময় সময়ের আকাশ একসাথে বিদ্যুৎ বলাকা

বাঁচার বাসনায় বুকের ঠান্ডা শ্বাসের স্পর্শ,

নীরব বঞ্চনা ছড়িয়েছে নগর বাসিনীর মোহন মাধুরি

দুরূহ পথ শ্রমে রক্তাক্ত পায়ের ছাপ জাতীয় সড়কে,

নিজ ঘরে পাড়া গ্রামে সহজে মেলে না ঠাঁই মড়ক সময়ে

প্রিয় কথা মুখোশ আড়ালে আসে না চিরন্তনী সাথী।

#

অনন্ত বিশ্বাসে বেঁচে থাকা আলোর সীমানায়

কোন লক্ষ্মণ রেখা নেই তবুও স্পষ্ট আগুন বলয়,

আকাশ গঙ্গায় অফুরন্ত জীবনের ভেলা রামধনু ঘিরে ধরে

কোন খেলা শুরু কোন খেলা শেষ বিজুলি চমক আলো,

বিষণ্ণ বাতাসে কান্না নয় তার চেয়ে ভারী যেন মৃত্যু পাথর

কতটা জলের খেলা মদিরা উল্লাস কতটা আগুন ভয়,

এখন কেউ সহাস্যে সহজে আসে না চোখে সজল স্মৃতি।

#

দু'চোখের জলে চূর্ণ সব আলোর নির্মম অভিলাষ ফুল কুঁড়ি

বাইরে ভেতরে কতটা নমনীয় পাঁজরে কান্না জমাট রক্ত স্রোত,

অনেক যন্ত্রণা ভাঙো পায়ে পায়ে ফিরে যাওয়া জীবনের পথে

ঘরে বাইরে সামনে দাঁড়িয়ে আলো শব্দের হৃদয়ে রাহুর গ্রাস।

 


 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন