বৃক্ষজিন
================
অভিনন্দন মাইতি
================
তবে মানুষ গাছের কাছে যাক।
আমি মানুষের কাছে গেছি।
মানুষের হাত পকেটে,
মানুষের হাত সিন্দুকে।
হাত বাড়ালে
ঠুটো হাত---কুঠো হাত---অসাড় হাত!
অনন্যোপায় আমি বৃক্ষের দুয়ারে গেছি।
শাখা-প্রশাখা হাত হয়ে বাড়িয়েছে হাত!
অভ্যর্থনা রেকাবে পরিপাটি সাজিয়ে দিয়েছে
মাতৃ শীতল পল্লব ছায়া।সোহাগ চন্দন।
তিলার্ধ মানুষের কাছে পেয়েছি কী?
বৃক্ষে মানবজিন
মানুষে বৃক্ষজিন নেই!
================
অভিনন্দন মাইতি
================
তবে মানুষ গাছের কাছে যাক।
আমি মানুষের কাছে গেছি।
মানুষের হাত পকেটে,
মানুষের হাত সিন্দুকে।
হাত বাড়ালে
ঠুটো হাত---কুঠো হাত---অসাড় হাত!
অনন্যোপায় আমি বৃক্ষের দুয়ারে গেছি।
শাখা-প্রশাখা হাত হয়ে বাড়িয়েছে হাত!
অভ্যর্থনা রেকাবে পরিপাটি সাজিয়ে দিয়েছে
মাতৃ শীতল পল্লব ছায়া।সোহাগ চন্দন।
তিলার্ধ মানুষের কাছে পেয়েছি কী?
বৃক্ষে মানবজিন
মানুষে বৃক্ষজিন নেই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন