লকডাউনের কবিতা
====================
সুধাংশুরঞ্জন সাহা
====================
কোথা থেকে ভেসে এলো করোনা জীবাণু !
ভেবেছিলাম কুড়িতেই হবে বুঝি দুনিয়া মুক্ত।
কিন্তু আদতে তা হল না কিছুই ।
একুশে আরও ভয়াবহ হল ।
সংক্রমণ, মৃত্যুহার বেড়ে গেল ঢের ।
পৃথিবী জুড়ে লকডাউনের পর লকডাউন ।
মাস্ক ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ।
মানতে হবে তার সাথে পারস্পরিক দূরত্ব।
কর্মচ্যুত মানুষের সংখ্যা বেড়ে গেল হু হু করে ।
ঘরে বসে মানুষের কাটে না আর সময় !
গ্যাস, পেট্রল, ডিজেলে লেগেছে আগুন।
বাজারে ছড়িয়েছে আগুন।
পকেটে পড়েছে টান।
প্রতিটা মানুষ আজ হতাশায় মনখারাপে কাতর।
====================
সুধাংশুরঞ্জন সাহা
====================
কোথা থেকে ভেসে এলো করোনা জীবাণু !
ভেবেছিলাম কুড়িতেই হবে বুঝি দুনিয়া মুক্ত।
কিন্তু আদতে তা হল না কিছুই ।
একুশে আরও ভয়াবহ হল ।
সংক্রমণ, মৃত্যুহার বেড়ে গেল ঢের ।
পৃথিবী জুড়ে লকডাউনের পর লকডাউন ।
মাস্ক ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ।
মানতে হবে তার সাথে পারস্পরিক দূরত্ব।
কর্মচ্যুত মানুষের সংখ্যা বেড়ে গেল হু হু করে ।
ঘরে বসে মানুষের কাটে না আর সময় !
গ্যাস, পেট্রল, ডিজেলে লেগেছে আগুন।
বাজারে ছড়িয়েছে আগুন।
পকেটে পড়েছে টান।
প্রতিটা মানুষ আজ হতাশায় মনখারাপে কাতর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন