অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে বন্যা

  

 


অপেক্ষা
==============
বন্যা ব্যানার্জী
==============



ভাইরাসের অপেক্ষা করিনি আমরা।ছোঁয়াচ বাঁচিয়ে হাত ধুয়ে নিয়েছি কবেই। অনেক আগেই বন্ধ করেছি সদর দরজা। কোনো গোল্লাছুট এর গল্প যেনো পিঁড়ি পেতে বসে মোবাইল থেকে বয় ফ্রেন্ড এর মেসেজ ডিলিট করতে না পারে!

আমরা তো কবেই পরে নিয়েছি মুখোশ।বিচ্ছিন্ন হয়ে গেছি মুখ থেকে।হৃদয়ে ঝুলে আছে আজন্ম লক ডাউন। মহামারী তো ঘাঁটি গরবেই।

শুধু মা এখনও একান্নবর্তী হয়ে আছে। মাথায় জলপটি‌ দিতে দিতে খুকখুকে কাশীদের গায়ে কাফ সিরাপ ঢেলে দেয়।আঁচলের খুঁটে ঘাম মুছে বিশ্বাস জোগায় সকালের স্বপ্ন টা একদিন ঠিক মিলে যাবে।শুধু আত্মীয় এলে তাকে বসতে দেবার আয়োজন রেখো।হৃদয়ের লকডাউন টা তুলে নিও।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন