অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে সন্দীপ

  

 

সেই কথা
==================
সন্দীপ চক্রবর্তী
==================


এখন কি মনে হয় না,
জীবনের ক্লান্ত বিকেলে,
অধিকাংশ লাইটহাউস যখন
আলো নেভানোর
আয়োজন শুরু করেছে,
তখন স্মৃতির মহাফেজখানা থেকে
ধূলো মলিন পাতাটি যত্নে পড়ার সময়,
ফেলে আসা দিনে,সেদিন সেই কথাটি সাহস করে বলতে পারলে,
দুজনের মাঝখানে আর থাকতো না
ভুলের আরব সাগর,
ছোট ছোট কাঁটা ঝোপ না থেকে
চোখ মেলতো টুকটুকে লাল গোলাপের বাগান।
নদীতে জাগতো জোয়ার
স্রোতে দূরে চলে যেত,স্থান না পেয়ে,
ভুল বোঝাবুঝির গুচ্ছ কচুরিপানা।
অনন্ত সুখের ঠিকানায়
পাল তুলে এগোতো
জীবন নামের টালমাটাল নৌকোখানা।
আমি তো এসবই ভাবি আজকাল,
তুমিও কি তাই-ই ভাবো?




 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন