সঙ্গনিরোধ রাতে
====================
শ্রাবণী সিংহ
====================
রাতের কিছু কিছু শব্দ ঘাতক, অবচেতনে ঝড় তোলে...
হৃৎপিন্ড সাদাপাতার মত হালকা হয়ে যায়
মশাল জ্বেলে বসে থাকে রাতের
শব্দসমষ্টি
প্রহরের পর প্রহর,
নিমপেঁচা ডানা ঝাপটালেও
অকল্যান চিন্তাই আসে।
সঙ্গনিরোধ রাতে
একরোখা পায়চারি তার...
দেখতে তো পাই না
শুধু মন জানে
রাত্রি কি জানে কী রঙে তার মিলনবাণ?
====================
শ্রাবণী সিংহ
====================
রাতের কিছু কিছু শব্দ ঘাতক, অবচেতনে ঝড় তোলে...
হৃৎপিন্ড সাদাপাতার মত হালকা হয়ে যায়
মশাল জ্বেলে বসে থাকে রাতের
শব্দসমষ্টি
প্রহরের পর প্রহর,
নিমপেঁচা ডানা ঝাপটালেও
অকল্যান চিন্তাই আসে।
সঙ্গনিরোধ রাতে
একরোখা পায়চারি তার...
দেখতে তো পাই না
শুধু মন জানে
রাত্রি কি জানে কী রঙে তার মিলনবাণ?
একটা পরিযায়ী ছবি
====================
যতক্ষন শ্বাস ,ততক্ষণ জীবনের গর্ভে সৃষ্টি চলবেই ...
পায়রাজুঁটি ছাদের আলসেতে,
দিগন্তজোড়া হাইওয়ে ও কৃষ্ণচূড়ার মিলনদৃশ্যে বাধ সাধে লেভেল ক্রশিং
আয়ত কাঁচের ওপারে সুদৃশ্য লাইলাক,
বনটিয়ের ঝাঁক
বন্ধ্যা পেয়ারাগাছটায় ফুল এসেছে
মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে প্রকৃতি সুস্বাস্থ্যে ঝলমল
এটাও পরিযায়ী ছবি
অনুভবের পরতে ধরা থাকবে অনেকদিন
বিকেল যেমন জানে একা দেউলের গায়ে গায়ে ঘোরে জনশ্রুতি।
====================
যতক্ষন শ্বাস ,ততক্ষণ জীবনের গর্ভে সৃষ্টি চলবেই ...
পায়রাজুঁটি ছাদের আলসেতে,
দিগন্তজোড়া হাইওয়ে ও কৃষ্ণচূড়ার মিলনদৃশ্যে বাধ সাধে লেভেল ক্রশিং
আয়ত কাঁচের ওপারে সুদৃশ্য লাইলাক,
বনটিয়ের ঝাঁক
বন্ধ্যা পেয়ারাগাছটায় ফুল এসেছে
মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে প্রকৃতি সুস্বাস্থ্যে ঝলমল
এটাও পরিযায়ী ছবি
অনুভবের পরতে ধরা থাকবে অনেকদিন
বিকেল যেমন জানে একা দেউলের গায়ে গায়ে ঘোরে জনশ্রুতি।
চমৎকার লিখেছেন
উত্তরমুছুনএমন কাব্য সচরাচর
রচিত হয় না
ধন্যবাদ ও শুভেচ্ছা কবি।
উত্তরমুছুন