অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে অঙ্কন গুচ্ছাইত

  

 

তৎকালোচিত- ২১শে মার্চ
==================
অঙ্কন গুচ্ছাইত
==================


দূর সম্পর্কে- লাশ, তার পাশে লেখা.....

“করলে স্পর্শ তোকেও মেরেদেব ।”

আমার অসাবধানতা তাঁর মারবার উদ্যোগ আয়োজন ।

সবার অদেখা ‘সে’

জন্মের ঠিকানা হচ্ছে খোঁজা- গবেষণাগারে ।



সুবৃত্তের ঘোষণা- সতর্কতাবলম্বন

“তুমি তোমাকেই খুঁজে পাবে, আপেক্ষিকতায়

তোমার ঘরে টাঙাব তালা,- লকডাউন ।”



গ্রামের লোকেদের এ-কথা পৌঁছাতে বাগানের উঁচু গাছে উঠি

উত্তরের নীলাকাশে হিমালয় দাঁত দেখিয়ে হাসছে, কী খুশি !

ধোঁয়াটে চাদর সরে গেছে সম্মুখে ।

ফিসফাস কথা সহসা কানে ঠেকছে ।



দেখো,.... ওই দিকে সারিবদ্ধ কারা হেঁটে চলেছে,

বাচ্চাদের চিৎকার, রক্তে ভেজা পায়ের ছোপ ছেড়ে গেছে ।

এক বুড়ো কাঁদছে রাস্তার কিনারায় ভর দুপুরে রোদ্দুরে

রক্তাভ গর্ভবতী মেয়ে পাশে শুয়ে !



বাঁচবার দৌড় প্রতিযোগিতা যেন হচ্ছে

বড়, বড়োরাস্তার পাশে ।

টাইগার বিস্কুট চিবানো কৈশোর জল চাইছে

সে বোধহয় ঘরে পৌঁছায়নি ?



অবাক ! চারপাশে রক্তরঙ্গিন আভা ছড়িয়ে আছে ।

সবাইকে বললো --

সমাহারে থালা বাজাও, কর শঙ্খনাদ ঘন্টি থাকলে তুলে নাও ।

গুচ্ছীভূত বুঝিয়ে দিল -- আমরা এক ।

একুশে মার্চের পর তুমি আর আমি বেঁচে আছি — তাইতো !

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন