লকডাউনে সমাজ ও মানুষ
====================
সুনন্দ মন্ডল
====================
লকডাউন লকডাউন,
বিশ্বের দুয়ারে।
মহামারী ছাড়েনি এখনো,
মানুষ খোয়ারে।
সংকীর্ণ বেঁচে থাকা,
চড়া অনটন।
অভাবে স্বভাব নষ্ট
এটাই জীবন।
বন্দি দশার পর্ব বিশাল
ভাবে নি কেউ এটা!
শহর পড়ে মুখ থুবড়ে
যানবাহনের বেশ টা।
স্কুল কলেজ বন্ধ সবই
সময়টাও আজ অলস।
এগোতে চায় না কোনোকিছুই
সমাজ রাজনীতির বশ।
====================
সুনন্দ মন্ডল
====================
লকডাউন লকডাউন,
বিশ্বের দুয়ারে।
মহামারী ছাড়েনি এখনো,
মানুষ খোয়ারে।
সংকীর্ণ বেঁচে থাকা,
চড়া অনটন।
অভাবে স্বভাব নষ্ট
এটাই জীবন।
বন্দি দশার পর্ব বিশাল
ভাবে নি কেউ এটা!
শহর পড়ে মুখ থুবড়ে
যানবাহনের বেশ টা।
স্কুল কলেজ বন্ধ সবই
সময়টাও আজ অলস।
এগোতে চায় না কোনোকিছুই
সমাজ রাজনীতির বশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন