প্রেমের পসরা
==================
বিবেকানন্দ মিস্ত্রী
==================
ইন্দুবালা,
তোমাকে দেওয়া প্রতিশ্রুতি কখনো
ভাঙ্গিনি আমি।
স্বপ্নের অনুভবে তুমি আজও ম্রিয়মান ।
জানিনা কিভাবে, অপরাহ্নের কালবৈশাখী বিদ্ধ করেছিল
আমাদের অবিচ্ছেদ্য প্রেম।
এক মূহুর্তে পলাশের রং
ফিকে হয়ে গিয়েছিল সেদিন,
আর আমাদের স্বপ্নরা হয়েছিল মলিন ।
কেন সাজিয়েছিলে মিথ্যা প্রেমের গল্প ?
গর্ভবতী নদীর মতন তোমার পরিবর্তন,
ভেঙে দিলো আমার হৃদয়।
বানভাসি শাশ্বত প্রেম।
এলোমেলো ঝড় শান্ত করতে
কয়েকটা অপরাহ্ন হয়তো
অপেক্ষা করতে হবে আমাকে...
হয়তো তোমার মতো আমিও ভুলে যাবো একদিন।
==================
বিবেকানন্দ মিস্ত্রী
==================
ইন্দুবালা,
তোমাকে দেওয়া প্রতিশ্রুতি কখনো
ভাঙ্গিনি আমি।
স্বপ্নের অনুভবে তুমি আজও ম্রিয়মান ।
জানিনা কিভাবে, অপরাহ্নের কালবৈশাখী বিদ্ধ করেছিল
আমাদের অবিচ্ছেদ্য প্রেম।
এক মূহুর্তে পলাশের রং
ফিকে হয়ে গিয়েছিল সেদিন,
আর আমাদের স্বপ্নরা হয়েছিল মলিন ।
কেন সাজিয়েছিলে মিথ্যা প্রেমের গল্প ?
গর্ভবতী নদীর মতন তোমার পরিবর্তন,
ভেঙে দিলো আমার হৃদয়।
বানভাসি শাশ্বত প্রেম।
এলোমেলো ঝড় শান্ত করতে
কয়েকটা অপরাহ্ন হয়তো
অপেক্ষা করতে হবে আমাকে...
হয়তো তোমার মতো আমিও ভুলে যাবো একদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন