অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে পাভেল

 

 

 

ছন্নছাড়া
===============
পাভেল আমান
===============



ছন্ন ছাড়া জীবন গড়ে

বেঁচে থাকা ভাবনা নড়ে।

অতিমারি বিছিয়ে জাল

ধরণীতে বিপদ কাল।



চেনা জানা গিয়েছে সরে

প্রতি পদে ভয়ের তরে।

সমাজ জুড়ে দৃশ্য পটে

কত কিছু চলছে ঘটে।



গুছিয়ে থাকা স্বপ্ন মালা

দিয়েছে মনে নিত্য তালা।

স্তব্ধ যেন পথের গতি

চারিদিকে পাহাড় ক্ষতি।



অনুভূতি বিলুপ্ত প্রায়

প্রাণটা তবু করে হায়।

অতিমারি দিয়েছে হানা

মানবতা গুটায় ডানা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন