অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে গোবিন্দ

  

 

লকডাউনের পরে
==================
গোবিন্দ মোদক
==================



লকডাউনের পরে। আরও বেশি ভয় করে !

এতোদিন 'বাধা' ছিল। এবার তা খুলে গেল !

তাই ভয় অতিশয়। না জানি কি এবার হয় !

জনসংখ্যার চাপ । জনচেতনার অভাব !

বলছেন বিশেষজ্ঞ। বেশি সংখ্যকই অজ্ঞ !

যেই না খুলেছে বাধা। সবাই তখন 'দাদা' !

রেখো ভাই তাই মনে। বলে রাখি প্রতি জনে !

এবার আসল পরীক্ষা। নিরাপত্তায় নাও দীক্ষা !

এখন মাসের পর মাস। ঘিরবে সর্বনাশ !

তাই মাস্ক স্যানিটাইজার। সাথে থাক সব্বার !

স্বাস্থ্য বিধি জেনে। শারীরিক দূরত্ব মেনে !

সাবধানে থেকো ঘরেও। লকডাউনের পরেও !

প্রয়োজন ছাড়া তাই। বাইরে বেরিয়ো না ভাই !

কুরুক্ষেত্রের সেই যুদ্ধ। আঠারোটা দিন সুদ্ধ !

কিন্তু করোনা যুদ্ধ ভাই। কতো দিন জানা নাই !

বারবার বলি শোনো। বিশেষজ্ঞের কথা মেনো !

মুখ হাত ঢাকা থাক। সংক্রমণের ভয় যাক !

সামাজিক দূরত্ব মেনে। চলা চাই জনে জনে !

তবে হোয়ো না আতঙ্কিত। কিংবা ভয়েতে ভীত !

গুজব ছড়িয়ো নাকো। সাবধানে নিজে থাকো !

মনে আশা রাখো ভাই। একদিন জয় হবে নিশ্চয় !!

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন