অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে বিরথ

 

 



ঘুড়ি লাটাইর খেলা
==================
বিরথ চন্দ্র মণ্ডল
==================




কাউকে একান্ত আপন মনে হলে
উঠে আসে অনুচ্চারিত দাবী কথা " ভালোবাসা "।
ভালোবাসা মনের নির্জনে শেকড় বিছায় দূ্র্ব্বা
ঘাসের মতো। পাতাগুলো সালোকসংশ্লেষে মেতে
ওঠে আপনা আপনি। অথচ; আপনি
ভালোবাসা চাইলে বিঞ্জাপিত হতে হবে
আপনাকে।
আপনাকে ভালোবাসা পেতে হলে অ- বিবেচিত
ভাবনায় অঢেল ঊপার্জনশীল হতে হবে।
এবং একারণে - ইদানীং ভালোবাসা এক বিপন্ন
দাবী কথা। সঠিক দাবীর ঠিকানাহীনতায় এরা
হারিয়ে যায় - যেভাবে হারিয়ে গেছে একান্নবর্তী
পরিবারের আছড়ে পড়া অভিমান। ঠিক তেমনই
করে হারিয়ে যাচ্ছে বিশ্বাস - অবিশ্বাস এবং
আত্মকেন্দ্রিকতার ঘুড়ি লাটাইর অনিবার্য
খেলাধুলায়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন