অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে ভাস্কর

 

 

ভুঁইফোঁড়
===============
ভাস্কর পাল
===============



তুমি খোঁজ নিয়ে দেখো

ব্যাস্ত রাজপথ ফুঁড়ে যে বটগাছ

সভ্যতার শেকড়ে শেকড় গেঁড়ে ছিল

আজ সে কতটা যুবক হলো ?



মহামারি লেগেছিল শুনে

ছুটে পালাচ্ছিল যেসব মজদুর

মেশিন বন্ধ হয়ে যাচ্ছিল শহরের

এই মেশিনেই তো চলত আমাদের লাবডুব!



রাত থেকে পরিযায়ী পথে

নোনতা ঠিকানা খোঁজে 

হাসি রাশি অসুখের ব্রত

হাত থেকে ছুঁড়ে ফেলা খিদে

কারখানা জুড়ে ঠিক আগুনেরই মত!



চেনা পরিসর বড়ই অচেনা আজকাল

মুখে মুখোশে মুখোশের ছয়লাপ।

মুখ আর মুখোশ আলাদা ছিল যে আগে

এখন মুখোশের দিনকাটে দোটানাতে 



মৃত্যু তখনো সামনে–পেছনে মৃত্যু

মৃত্যু সে তো ধর্ম জানতে চাইতো

আজও আমাদের এগোতে – পেছতে মৃত্যু

এখন তো সে হত্যা করেই খান্ত!

 


 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন