থামলে চলবে না
=================
বদরুদ্দোজা শেখু
=================
বেঁচে আছি সাধ্যমতো রক্তমাংস কাঠখড় পুড়িয়ে
লুকিয়ে চুরিয়ে যত্ন সহকারে, ভূতুড়ে আঁধারে
দিনরাতগুলো অনবরত হেঁটে যাচ্ছে
অনন্ত মরুর বুকে উটের কাফেলা
ক্লান্ত অবসন্ন , দৈন্য এবং অসুখ আতঙ্কের মরুঝড় ।
জীবনের ধারণাগুলো ঘরে ঘরে জবুথবু
নীরব প্রহর জোর মারছে চাবুক পলে পলে ,
দলতন্ত্র তবু হাঙ্গামার চীৎকারে পারদর্শিতা
প্রকাশ করায় মগ্ন, লগ্নভ্রষ্ট হাসি হাতাহাতি,
ভার্চুয়ালে ভেসে যায় পাতিহাঁস আঁতেল জনতা--
আটপৌরে সংসারে আত্মীয়স্বজনরাই তো
জীবনের শিকড়বাকড়,তারাও আজ দূরস্রিত দ্বীপ
সমস্ত সৌজন্য ভুলে করুণাকাতর, খবরেও নদীচর --
শব্দগুলো হায়েনার হাসি হ'য়ে ঘুরে দূরে কাছে,
রৌদ্রভুক পাতার সৌন্দর্যগুলোও চোখ রগড়ানো বিড়াল ।
জন্মমৃত্যুর মাঝে দেখতে পাই আকাঙ্ক্ষাগুলোকে
এক ঝলক পরিযায়ী পাখি, দূরাগত
দূরস্থিত , ভীরু ভীরু স্বভাব-চঞ্চল ,
তবু সামনে এগোয় সব ডিঙিয়ে পাহাড় ,
--থামলে চলবে না।
=================
বদরুদ্দোজা শেখু
=================
বেঁচে আছি সাধ্যমতো রক্তমাংস কাঠখড় পুড়িয়ে
লুকিয়ে চুরিয়ে যত্ন সহকারে, ভূতুড়ে আঁধারে
দিনরাতগুলো অনবরত হেঁটে যাচ্ছে
অনন্ত মরুর বুকে উটের কাফেলা
ক্লান্ত অবসন্ন , দৈন্য এবং অসুখ আতঙ্কের মরুঝড় ।
জীবনের ধারণাগুলো ঘরে ঘরে জবুথবু
নীরব প্রহর জোর মারছে চাবুক পলে পলে ,
দলতন্ত্র তবু হাঙ্গামার চীৎকারে পারদর্শিতা
প্রকাশ করায় মগ্ন, লগ্নভ্রষ্ট হাসি হাতাহাতি,
ভার্চুয়ালে ভেসে যায় পাতিহাঁস আঁতেল জনতা--
আটপৌরে সংসারে আত্মীয়স্বজনরাই তো
জীবনের শিকড়বাকড়,তারাও আজ দূরস্রিত দ্বীপ
সমস্ত সৌজন্য ভুলে করুণাকাতর, খবরেও নদীচর --
শব্দগুলো হায়েনার হাসি হ'য়ে ঘুরে দূরে কাছে,
রৌদ্রভুক পাতার সৌন্দর্যগুলোও চোখ রগড়ানো বিড়াল ।
জন্মমৃত্যুর মাঝে দেখতে পাই আকাঙ্ক্ষাগুলোকে
এক ঝলক পরিযায়ী পাখি, দূরাগত
দূরস্থিত , ভীরু ভীরু স্বভাব-চঞ্চল ,
তবু সামনে এগোয় সব ডিঙিয়ে পাহাড় ,
--থামলে চলবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন