জাগরণ
================
পিঙ্কি ঘোষ
================
অদৃশ্য এক শত্রুর পদার্পনে
থেমে গেল জীবনের গতি,
বহু নতুন শব্দের প্রবেশ
হল দৈনন্দিন জীবনযাত্রায়।
বড়ো অচেনা, কঠিন,দুর্বোধ্য ওরা-
রাতের অন্ধকারে ইতিহাস হল
কত কাছের মানুষ, হলাম স্বজনহারা।
তবুও শেষ যাত্রায় স্পর্শের অনুমতি
মিলল না, এ কেমন মৃত্যু?
ঘরে ফিরল না ভিন রাজ্যের
পরিযায়ী শ্রমিকের দল,
রেল লাইনের বুকে চির নিদ্রায় হল মগ্ন।
মন্দিরের দ্বার হল রূদ্ধ,
হাসপাতাল আজ যেন মিলন মন্দির,
দীর্ঘ অভিশাপের রূপে এল "লকডাউন"।
এর আভিধানিক অর্থ আজ অর্থহীন,
দৈনিক জীবন যুদ্ধে লড়তে থাকা মানুষের
জীবনকে কালো চাদরে মুড়ে দিল
এই পাঁচ অক্ষরের পঞ্চবান।
রুদ্ধ দ্বারের মধ্যে সবার প্রার্থনা-
জাগরিত হোক মহাশক্তি,
বিনাশ হোক অদৃশ্য শত্রুর,
জাগরিত হোক মানবিকতার মূল্যবোধ।
================
পিঙ্কি ঘোষ
================
অদৃশ্য এক শত্রুর পদার্পনে
থেমে গেল জীবনের গতি,
বহু নতুন শব্দের প্রবেশ
হল দৈনন্দিন জীবনযাত্রায়।
বড়ো অচেনা, কঠিন,দুর্বোধ্য ওরা-
রাতের অন্ধকারে ইতিহাস হল
কত কাছের মানুষ, হলাম স্বজনহারা।
তবুও শেষ যাত্রায় স্পর্শের অনুমতি
মিলল না, এ কেমন মৃত্যু?
ঘরে ফিরল না ভিন রাজ্যের
পরিযায়ী শ্রমিকের দল,
রেল লাইনের বুকে চির নিদ্রায় হল মগ্ন।
মন্দিরের দ্বার হল রূদ্ধ,
হাসপাতাল আজ যেন মিলন মন্দির,
দীর্ঘ অভিশাপের রূপে এল "লকডাউন"।
এর আভিধানিক অর্থ আজ অর্থহীন,
দৈনিক জীবন যুদ্ধে লড়তে থাকা মানুষের
জীবনকে কালো চাদরে মুড়ে দিল
এই পাঁচ অক্ষরের পঞ্চবান।
রুদ্ধ দ্বারের মধ্যে সবার প্রার্থনা-
জাগরিত হোক মহাশক্তি,
বিনাশ হোক অদৃশ্য শত্রুর,
জাগরিত হোক মানবিকতার মূল্যবোধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন