ভরপুর
=================
উত্তম চৌধুরী
=================
একরাশ করুণ সময় আমাদের
মাথার উপর। আমাদের অতিপ্রিয়
ঘর ভরে যাচ্ছে আতংক ও সন্দেহে
ক্রমে। কে কাকে সান্ত্বনা দেবে! আঁধারের
কণাগুলো বড় বেশি আত্মগর্বী। বড়
বেশি আস্ফালন ভবিতব্য ভুলে। কথা
আর কাজে দ্যাখো বিস্তর ফারাক। শুধু
এক ঢাক পিটিয়েই দিকে দিকে জড়ো
করছে পতাকা, হাততালি। মিথ্যে কেনা
বেচা। আর ভুল তথ্য, ভুল প্রশাসন।
গা-জোয়ারি আত্মপ্রচারক একদিন
হয়তো-বা শোধরাতে পারে। তবে চেনা
পথ দেখবে তখন সরে গেছে দৃর,
দশ ও দেশের ক্ষতি হবে ভরপুর।
=================
উত্তম চৌধুরী
=================
একরাশ করুণ সময় আমাদের
মাথার উপর। আমাদের অতিপ্রিয়
ঘর ভরে যাচ্ছে আতংক ও সন্দেহে
ক্রমে। কে কাকে সান্ত্বনা দেবে! আঁধারের
কণাগুলো বড় বেশি আত্মগর্বী। বড়
বেশি আস্ফালন ভবিতব্য ভুলে। কথা
আর কাজে দ্যাখো বিস্তর ফারাক। শুধু
এক ঢাক পিটিয়েই দিকে দিকে জড়ো
করছে পতাকা, হাততালি। মিথ্যে কেনা
বেচা। আর ভুল তথ্য, ভুল প্রশাসন।
গা-জোয়ারি আত্মপ্রচারক একদিন
হয়তো-বা শোধরাতে পারে। তবে চেনা
পথ দেখবে তখন সরে গেছে দৃর,
দশ ও দেশের ক্ষতি হবে ভরপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন