লেখচিত্র
================
পরাগ ভট্টাচার্য্য
================
গ্রামের পঞ্চায়েতে আজও মীরা যায়
ওর স্বামীর খবর নিতে, একবছর নিরুদ্দেশ,
এখনও স্বপনের মা দরজায় দাঁড়িয়ে থাকে
ছেলে হয়তো ফিরে আসবে,
নিতাই এখনও অপেক্ষায় ওর মেয়ের ফিরে আসার,
লকডাউন তো এখনও চলছে!
মীরা, স্বপনের মায়ের, নিতাইয়ের আশা পূর্ণ হোক, সেটাই চাই
কিন্তু কি করে?
দেশ তো জানে না ওদের কথা,
কতজন রাস্তায় হেঁটে গেছে, গন্তব্যে পৌঁছেছে
কতজন রাস্তাতেই শেষবার মীরা বা স্বপনের মাকে ডেকে
শেষ নিশ্বাস ফেলেছে!
কতজন আশ্রয় নিয়েছে গভীর অন্ধকারে!
পরিসংখ্যানবিদের অভাব, স্রষ্টা মহালনবিশের দেশে!
ভীষণ জটিলতা এসব তথ্য জোগাড়ে!
কত মানুষের চাকরি গেছে, কত মানুষের প্রাণ গেছে
কত মানুষ দুবেলা থেকে একবেলা খাবারে ঠেকেছে
কত মানুষের খাবার জুটবে কিনা ঠিক নেই
গরীবদের সংখ্যা কোথায় পৌঁছেছে,
এসব জানার আর কিসের আবশ্যকতা?
দেশের অর্থনীতি আবার উপরের দিকে
শেয়ার বাজারের সূচক উচ্চ হতে উচ্চতম
দেশের উন্নতির পতাকা উড়ছে চারিদিকে
প্রথম লকডাউনে টাল খেলেও সামলে নিয়েছে
দ্বিতীয় লকডাউনে বিশেষ কিছুই হয় নি
দেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে!
যেসব সংখ্যায় সন্দেহ, ধোঁয়াচ্ছন্ন,
সেসবের বিশেষ গুরুত্ব আর দিতে হবে না!
যারা কারুর অপেক্ষায়, কষ্ট কদিন করতে হবে
দেশের কথা ভেবে, সহ্য করতে হবে,
কিছু বসন্ত পেরিয়ে যাবে, শীতের দাপটে কাঁপবে
সব কিছু সয়ে যায়, সময় তার নির্ণায়ক;
দেশ অচিরেই নতুন ভাবে গড়ে উঠবে
সমস্ত দুঃখের অবসান হবেই
এই লকডাউনের মাঝেই এমন অনেক কাজও হয়েছে
কেউ কখনো ভাবতে পারেনি, অতুলনীয়!
সময়ের অপেক্ষা শুধু, জিডিপির লেখটা একটু উঠলেই
এই দেশ বিশ্বের প্রথম সারিতে এসে দাঁড়াবে!
================
পরাগ ভট্টাচার্য্য
================
গ্রামের পঞ্চায়েতে আজও মীরা যায়
ওর স্বামীর খবর নিতে, একবছর নিরুদ্দেশ,
এখনও স্বপনের মা দরজায় দাঁড়িয়ে থাকে
ছেলে হয়তো ফিরে আসবে,
নিতাই এখনও অপেক্ষায় ওর মেয়ের ফিরে আসার,
লকডাউন তো এখনও চলছে!
মীরা, স্বপনের মায়ের, নিতাইয়ের আশা পূর্ণ হোক, সেটাই চাই
কিন্তু কি করে?
দেশ তো জানে না ওদের কথা,
কতজন রাস্তায় হেঁটে গেছে, গন্তব্যে পৌঁছেছে
কতজন রাস্তাতেই শেষবার মীরা বা স্বপনের মাকে ডেকে
শেষ নিশ্বাস ফেলেছে!
কতজন আশ্রয় নিয়েছে গভীর অন্ধকারে!
পরিসংখ্যানবিদের অভাব, স্রষ্টা মহালনবিশের দেশে!
ভীষণ জটিলতা এসব তথ্য জোগাড়ে!
কত মানুষের চাকরি গেছে, কত মানুষের প্রাণ গেছে
কত মানুষ দুবেলা থেকে একবেলা খাবারে ঠেকেছে
কত মানুষের খাবার জুটবে কিনা ঠিক নেই
গরীবদের সংখ্যা কোথায় পৌঁছেছে,
এসব জানার আর কিসের আবশ্যকতা?
দেশের অর্থনীতি আবার উপরের দিকে
শেয়ার বাজারের সূচক উচ্চ হতে উচ্চতম
দেশের উন্নতির পতাকা উড়ছে চারিদিকে
প্রথম লকডাউনে টাল খেলেও সামলে নিয়েছে
দ্বিতীয় লকডাউনে বিশেষ কিছুই হয় নি
দেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে!
যেসব সংখ্যায় সন্দেহ, ধোঁয়াচ্ছন্ন,
সেসবের বিশেষ গুরুত্ব আর দিতে হবে না!
যারা কারুর অপেক্ষায়, কষ্ট কদিন করতে হবে
দেশের কথা ভেবে, সহ্য করতে হবে,
কিছু বসন্ত পেরিয়ে যাবে, শীতের দাপটে কাঁপবে
সব কিছু সয়ে যায়, সময় তার নির্ণায়ক;
দেশ অচিরেই নতুন ভাবে গড়ে উঠবে
সমস্ত দুঃখের অবসান হবেই
এই লকডাউনের মাঝেই এমন অনেক কাজও হয়েছে
কেউ কখনো ভাবতে পারেনি, অতুলনীয়!
সময়ের অপেক্ষা শুধু, জিডিপির লেখটা একটু উঠলেই
এই দেশ বিশ্বের প্রথম সারিতে এসে দাঁড়াবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন